আজকাল ওয়েবডেস্ক: হংকং সিক্সেজ-এ কেবল একটি ম্যাচই জিতেছে ভারত। তাও সেটা পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তান ষষ্ঠবার হংকং সিক্সেজে চ্যাম্পিয়ন হল কুয়েতকে হারিয়ে।
চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়াকে নকল করে উদযাপন করেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
আর তারপরই শাহজাদকে উদ্দেশ্য করে শুরু হয়ে যায় কটাক্ষ। উড়ে আসে সমালোচনা। পাকিস্তানকে হারানোর উল্লেখ করে প্রতিবেশী দেশকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক দীনেশ কার্তিক লিখেছিলেন, ''ফান এন্ড টু দ্য হংকং সিক্সেজ। বিজনেস অ্যাজ ইউজুয়াল।''
Fun end to the Hong Kong Sixes
— Muhammad Shahzad (@imshahzad27)
Business as usual 😉#WeHaveARealTrophy #PAKISTANZINDABAD https://t.co/ftxVenMpDQ pic.twitter.com/IEdvzzVA46Tweet by @imshahzad27
গত কয়েক বছর ধরে ভারত-পাক লড়াই হলে পাকিস্তানের হারই হয়ে গিয়েছে দস্তুর। সেই বিষয়টারই উল্লেখ করেছেন দীনেশ কার্তিক। পাকিস্তানের শাহজাদ ভারতের তারকা ক্রিকেটারের সেই পোস্টকে ট্যাগ করে ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন। তার পর থেকেই তীব্র সমালোচিত হচ্ছেন শাহজাদ। ঘটনাক্রমে ভারত একটি ম্যাচেই জয়লাভ করেছে। সেটি পাকিস্তানের বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ভারত ২ রানে হারায় পাকিস্তানকে। ওই ম্যাচ জিতলেও ভারত কিন্তু নেপাল, কুয়েত ও শ্রীলঙ্কার কাছে হার মানে। শাহজাদের এহেন পোস্টের পরে ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আরে তোমাদের কি লজ্জা-শরম নেই। একগুচ্ছ খেলা প্লেয়ার হার মেনেছে ধারাভাষ্যকার ও কোচেদের কাছে।''
আরেক ভক্ত লিখেছেন, ''কুড়ি বছর বয়সী পাকিস্তানের ক্রিকেটারদের অভিনন্দন। যারা চল্লিশ বছর বয়সী ধারাভাষ্যকারদের বিরুদ্ধে জয় লাভ করেছে।''
Have some shame🤣 bunch of active players lost to commentators and coaches
— Shrav🥷 (@damngoodlad)Tweet by @damngoodlad
গত কয়েকবছর ধরে ভারতের কাছে লাগাতার হার মেনেছে পাকিস্তান। হংকং সিক্সেজ-ও এর ব্যতিক্রম নয়।
