আজকাল ওয়েবডেস্ক: ত্রিদেশীয় সিরিজে ভারতের  মহিলাদের জয়ের দৌড় চলছে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মহিলাদের ভারত হারাল ১৫ রানে।
 
 
 কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারত প্রথমে ব্যাট করে। ভারত করে ৬ উইকেটে ২৭৬ রান। প্রতীকা রাওয়াল ৯১ বলে ৭৮ রানের ইনিংস খেলেন।  জবাবে প্রোটিয়া ব্রিগেড  ৪৯.২ ওভারে ২৬১ রানে শেষ হয়ে যায়। স্নেহ রানা ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। 
প্রোটিয়া ব্রিগেডের হয়ে তাজমিন ব্রিটস ১০৭ বলে ১০৯ রান করেন। তাঁর প্রয়াস ব্যর্থ হয়। এই ম্যাচ জিতে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা জবরদস্ত করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার লরা উলভার্ডট ৭৫ বলে ৪৩ রান করেন। তাজমিন ব্রিটজের সঙ্গে মিলে ১৪০ রান তোলেন তাঁরা।
ঠিক যখন মনে হচ্ছে ম্যাচটা হাতছাড়া হচ্ছে ভারতের, ঠিক সেই সময়ে দীপ্তি শর্মা পার্টনারশিপ ভাঙেন। উলভার্ডটকে এলবিডব্লিউ করেন তিনি। প্রথম উইকেটের পতনের পরই অধিনায়ক হরমনপ্রীত কৌর স্নেহ রানাকে বল করতে আনেন। স্নেহ রানা অধিনায়কের আস্থার প্রতি সুবিচার করেন। পাঁচ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান।
