আজকাল ওয়েবডেস্ক: ফাইনালের বল গড়ানোর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকেই গেলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। দলের ওয়ার্ম আপে তিনি থাকলেও গা ঘামাতে দেখা যায়নি। তার পর থেকেই পাণ্ডিয়াকে নিয়ে আশঙ্কা ঘণীভূত হতে থাকে। ধারাভাষ্যকাররাও বলতে থাকেন, পাণ্ডিয়া মনে হয় খেলবে না। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময়ে বলে গেলেন হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই তাঁরা নামছেন।

পাণ্ডিয়ার পরিবর্তে ফাইনালে খেলছেন রিঙ্কু সিং। ভারতীয় দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। রান তাড়া করবেন ভারতীয়রা। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে রিঙ্কু সিং অন্তর্ভুক্ত হওয়ায় অনেকেই বিস্মিত। এতদিন পর্যন্ত এশিয়া কাপে জশপ্রীত বুমরার সঙ্গে হার্দিক পাণ্ডিয়া বোলিং ওপেন করতেন। পাণ্ডিয়া না থাকায় কে বোলিং ওপেন করবেন ফাইনালে? প্রশ্ন ঘুরতে থাকে। ইরফান পাঠানের মতো প্রাক্তন অলরাউন্ডার জানান, তিনি ভেবেছিলেন পাণ্ডিয়া খেলতে না পারায় ভারত অর্শদীপ সিংকে খেলাবে। কিন্তু সূর্য জানিয়ে দেন, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নেই প্রথম একাদশে। ফলে সূর্যকে খুব চিন্তাভাবনা করে বোলারদের ব্যবহার করতে হবে। 

আরও পড়ুন: হাইভোল্টেজ এশিয়া কাপ ফাইনালের আগে কড়া নিরাপত্তায় দুবাই, দর্শকদের ওপর কী নিষেধাজ্ঞা জারি হল জানেন?...
এদিকে আগের দুটি ভারত-পাক ম্যাচের মতোই এদিনও সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে। শনিবার পাক অধিনায়ক জানিয়েছিলেন, ফাইনালের আগে ফটোশুটে সূর্য আসেননি। সলমন বলেছিলেন, ''খেলা চলছে অথচ কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করছে না, এই প্রথম দেখলাম।'' ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে  ভারত ও পাকিস্তান কখনও ফাইনালে মুখোমুখি হয়নি। এবারই প্রথম। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইুনিস বলেছেন, ''পাকিস্তান হঠাৎই আত্মবিশ্বাসী এশিয়া কাপ জেতার ব্যাপারে। ম্যাচ জিততে হলে অভিষেক শর্মাকে আগে ফেরাতে হবে।'' 

এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে অভিষেক শর্মা। পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন। পঞ্চাশ করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে অভিষেক শর্মা গড়লেন নয়া রেকর্ড। এই রেকর্ডের একনম্বরে ছিলেন রিজওয়ান। দুইয়ে ছিলেন কোহলি। কিন্তু রিজওয়ান ও কোহলিকে ছাপিয়ে ভারতের বাঁ হাতি ওপেনারই এখন এশিয়া এশিয়া কাপে সবথেকে বেশি রানের মালিক। পাকিস্তানের তারকা ব্যটার রিজওয়ানের ঝুলিতে ছিল ২৮১ রান। এক আসরে বিরাট কোহলি করেছিলেন ২৭৬ রান। অভিষেকের সংগ্রহ ৬ ইনিংসে ৩০৯। 

ফাইনালে আরও রেকর্ডের সামনে অভিষেক। পাকিস্তানের বিরুদ্ধে আজ আরও একটি পঞ্চাশ করলে এশিয়া কাপের এক আসরে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড অভিষেকের নামে হবে

৩০ রান করতে পারলে আরও একটি রেকর্ড হবে অভিষেকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সাত ইনিংসে টানা তিরিশ বা তার বেশি রান করার নজিরে রোহিত শর্মা ও রিজওয়ানের পাশে এখন অভিষেক। নতুন নজিরের সামনে অভিষেক। পাকিস্তান ব্যাটাররা বড় রান করে শুরুতেই অভিষেককে ফেরানোর চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য। আর অভিষেককে ফেরাতে পারলেই কিন্তু ভারত ব্যাকফুটে চলে যাবে। ব্যাট ও বলের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। 

আরও পড়ুন: কারা থাকছেন ধারাভাষ্যের দায়িত্বে? মহিলা বিশ্বকাপ শুরুর আগে ঘোষণা করে দিল আইসিসি...