আজকাল ওয়েবডেস্ক: রুতুরাজ গায়কোয়াড়ের দলের বিরুদ্ধে মহড়া দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামবেন রোহিত শর্মারা। পাঁচ টেস্টের সিরিজ হবে স্যার ডনের দেশে। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, ওয়ার্ম আপ ম্যাচে রোহিত শর্মা বনাম রুতুরাজ গায়কোয়াড়ের লড়াই দেখা যাবে।
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত 'এ' দলও। সেখানে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দু'ম্যাচের সিরিজ খেলতে দেখা যাবে ভারত 'এ' দলকে। প্রতিবেদন অনুযায়ী, ১৫-১৭ নভেম্বর পারথে ভারত বনাম ভারত 'এ' দলের লড়াই হবে। ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট শুরু হবে। সেই টেস্টের প্রস্তুতি হিসেবে ভারত 'এ' দলের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ খেলবেন রোহিতরা। 'এ' দলে একাধিক টেস্ট প্লেয়ারকে দেখা যাবে।
ভারত 'এ' দলের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। 'এ' দলের প্রথম ম্যাচ ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ম্যাচটি হবে ৭-১০ নভেম্বর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক আধিকারিক বলেছেন, ''এটা টিম ইন্ডিয়ার ভিতরের ব্যাপার। ওরা ম্যাচটাকে কীভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণই ওদের বিষয়। ভারত এ দলের হয়ে বেশ কয়েকজন টেস্ট প্লেয়ারকে খেলতে দেখা যাবে। তবে পুরোটাই বিসিসিআই-এর ব্যাপার। খুব বেশি দল আজকাল ওয়ার্ম আপ ম্যাচ খেলে না। গত সিরিজে ভারতে গিয়ে কোনও প্রস্তুতি ম্যাচই খেলেনি অস্ট্রেলিয়া।''
