আজকাল ওয়েবডেস্ক: বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
এশিয়া কাপ শেষ হওয়ার পরই নতুন লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সব ঠিক থাকলে বুধবারই সেই সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করতে পারল না বিসিসিআই।
জানা গেছে, দুবাইয়ে নাকি ঠিক ঠাক লজিস্টিক সাপোর্ট জোগাড় করতে পারেনি বিসিসিআই। আসলে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল এখন দুবাইয়ে। প্রধান নির্বাচক অজিত আগরকারেরও সেখান থেকেই বুধবার দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু লজিস্টিক সমস্যার জন্য দল ঘোষণা করা যায়নি। সেটা নাকি হবে বৃহস্পতিবার দুপুরের দিকে। ভাবা যায়! বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। তারা কিনা লজিস্টিক সাপোর্টের অভাবে দল ঘোষণা করতে পারছে না। বিশ্বাস করা শক্ত হলেও বোর্ড সূত্র এমনটাই বলছে। ২ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। বৃহস্পতিবার দল ঘোষণার অর্থ, মাঝে সময় থাকবে মাত্র সপ্তাহখানেক।
সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে দল ভাল খেললেও একাধিক তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। বিশেষ করে প্রায় ৮ বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়ারের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বাদ পড়া নিশ্চিত। তাঁর বদলে দলে ঢুকতে পারেন সরফরাজ খান বা দেবদত্ত পাডিক্কাল।
ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। তবে তরুণ সাইয়ের উপর ভরসা রয়েছে ম্যানেজমেন্টের। তিনি আবারও সুযোগ পাবেন বলেই সূত্রের দাবি। এবার ৩ জন স্পিনার অলরাউন্ডার নিয়ে নামবে ভারত। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তিনজনই থাকবেন। সঙ্গে থাকবেন কুলদীপ। ৩ পেসার হিসাবে থাকতে পারেন বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা। চোটের জন্য এই সিরিজে নেই আকাশদীপ। পন্থের অনুপস্থিতিতে কিপার হিসাবে প্রথম পছন্দ ধ্রুব জুড়েল। পরিবর্ত কিপার হিসাবে সুযোগ পেতে পারেন নারায়ণ জগদীশন।
