আজকাল ওয়েবডেস্ক: সমতা ফেরাতে ভারতকে করতে হবে ২৪৯ রান। কলম্বোয় সিরিজের শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কা তুলল ২৪৮/৭। এদিনও টস ভাগ্য খারাপ রোহিতের। সিরিজের তিনটি ম্যাচেই টস হারলেন ভারত অধিনায়ক।
এদিন শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। একসময় মনে হচ্ছিল হয়ত ৩০০ করে ফেলবে। প্রথম উইকেটে জুটিতে ৮৯ রান যোগ করেন পাথুম নিশঙ্ক ও অভিষ্কা ফার্নান্দো। মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেন ফার্নান্দো। তিনি করেন ৯৬। অপর ওপেনার নিশঙ্ক করেন ৪৫। তিনে নেমে কুশল মেন্ডিস করেন ৫৯। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে ১৭২ রানে। তৃতীয় উইকেট ১৮৩ রানে। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষের দিকে কামিন্দু মেন্ডিস করেন ২৩। ভারতীয় বোলারদের মধ্যে এদিন ফের সফল রিয়ান পরাগ। পান তিন উইকেট। মহম্মদ সিরাজ প্রচুর মার খেলেন। কুলদীপ, অক্ষর, সুন্দররা ভাল বল করলেন।
ভারতীয় দলের প্রথম একাদশে এদিন দুটি পরিবর্তন হয়েছে। লোকেশ রাহুল ও অর্শদীপ সিং এদিন বাদ গেলেন। রিয়ান পরাগ ও ঋষভ পন্থ দলে এসেছেন।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আসেনি জয়। আজ ছন্দে ফিরতে পারবেন বিরাটরা?
এদিন শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। একসময় মনে হচ্ছিল হয়ত ৩০০ করে ফেলবে। প্রথম উইকেটে জুটিতে ৮৯ রান যোগ করেন পাথুম নিশঙ্ক ও অভিষ্কা ফার্নান্দো। মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেন ফার্নান্দো। তিনি করেন ৯৬। অপর ওপেনার নিশঙ্ক করেন ৪৫। তিনে নেমে কুশল মেন্ডিস করেন ৫৯। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে ১৭২ রানে। তৃতীয় উইকেট ১৮৩ রানে। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষের দিকে কামিন্দু মেন্ডিস করেন ২৩। ভারতীয় বোলারদের মধ্যে এদিন ফের সফল রিয়ান পরাগ। পান তিন উইকেট। মহম্মদ সিরাজ প্রচুর মার খেলেন। কুলদীপ, অক্ষর, সুন্দররা ভাল বল করলেন।
ভারতীয় দলের প্রথম একাদশে এদিন দুটি পরিবর্তন হয়েছে। লোকেশ রাহুল ও অর্শদীপ সিং এদিন বাদ গেলেন। রিয়ান পরাগ ও ঋষভ পন্থ দলে এসেছেন।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আসেনি জয়। আজ ছন্দে ফিরতে পারবেন বিরাটরা?
