আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া টস জিতল রে। টানা ২০ ম্যাচে টস হার। অবশেষে টস জিতল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে টস জিতলেন লোকেশ রাহুল। আর জিতেই নিলেন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
ভারত শেষ টস জিতেছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে শুধু টস হার। দুই বছর পর টস জিতল ভারত। আর টস জিততেই উচ্ছ্বসিত হয়ে উঠলেন অধিনায়ক লোকেশ রাহুল। দর্শকরাও প্রবল উচ্ছ্বসিত। জানা গেছে, টানা ২০টি একদিনের ম্যাচে টস হারার পর জিতল ভারত।
প্রথম দুই ম্যাচেই দেখা গেছে পরে ব্যাট করা দল শিশিরের জন্য সুবিধা পেয়েছে। কারণ বল ভিজে যাওয়ার বোলারদের বিশেষ করে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। তার পরেও প্রথম ম্যাচটা জিতেছিল ভারত। কিন্তু ৩৫৮ করেও দ্বিতীয় ম্যাচটা হারতে হয়। এখন দেখার সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জয়ের সুবিধা ভারত নিতে পারে কিনা।
তিন ম্যাচের একদিনের সিরিজের ফল এখন ১–১। শনিবার যে জিতবে সিরিজ তাদের। এদিকে, ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হচ্ছে তিলক বর্মাকে। অর্থাৎ একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হল। তবে যথারীতি দলে আছেন প্রসিধ কৃষ্ণা। যিনি আগের ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা দলে হয়েছে দুটি বদল। চোটের জন্য নেই টনি ডি জর্জি। তাঁর পরিবর্তে দলে এসেছেন রায়ান রিকেলটন। রাঁচি ম্যাচের দলে তিনি ছিলেন। কিন্তু রায়পুরের ম্যাচে বাদ পড়েন। চোটের জন্য নেই পেসার নান্দ্রে বার্গারও। পরিবর্তে এসেছেন ওটনেল বার্টম্যান।
