নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, কোহলির পা ছুঁলেন ভক্ত

A Fan  touched Virat Kohli's feet
সেঞ্চুরির পরে কোহলির পা ছুঁলেন এক ভক্ত।

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে দেখার জন্য কাণায় কাণায় ভর্তি রাঁচির স্টেডিয়াম। চেজমাস্টার নিরাশ করেননি ভক্তদের। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ভক্তর ভগবান তিনি। সেঞ্চুরি করতেই মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। শুয়ে পড়ে কোহলির পা ছুঁলেন। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাঁকে সরিয়ে নিয়ে গেলেন। 
ক্রিকেট রোম্যান্সের নতুন এক অধ্যায় তিনি। ক্রিকেট যদি ধর্ম হয়, তিনি তাহলে তার সাক্ষাৎ সাধক।

তিনি বিরাট কোহলি। ঘাম-রক্তের পথ অতিক্রম করে যিনি শৌর্য-বীর্যের পোশাক পরিহিত এক নাইট। 
তিনি এখনও রাজপাট চালাচ্ছেন। লড়াকু এক মানুষের প্রতিনিধি তিনি। তাঁর চলার পথ মোটেও পাপরি বিছানো নয়। বরং তা কণ্টকাকীর্ণ। জাতীয় দলের 'হেডস্যর' গৌতম গম্ভীরই চান না বিরাট কোহলি খেলুন। কিন্তু সেই বিরাট কোহলিই ভুল প্রমাণ করেন তাঁর নিন্দুকদের। গৌতম গম্ভীরকে বাধ্য করলেন ভাবতে।

?ref_src=twsrc%5Etfw">November 30, 2025

 কোহলি এখনও বিরাট ছায়া বিস্তার করতে পারে দেশের ক্রিকেটে। মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে কোহলি খেললেন আরও একটা বিরাট ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পরে ফের শতরান হাঁকালেন। এদিন প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। ওয়ানডে ফরম্যাটে ৫২ নম্বর শতরান হয়ে গেল কোহলির। একটি ফরম্যাটে সর্বাধিক। শতরানের পরে বিরাট লাফে ফুটে বেরোচ্ছিল আগের ঔদ্ধত্য। 

কোহলির ছোঁয়া পেতে চান ভক্তরা। আইপিএলের সময়ে কেকেআর বনাম আরসিবি ম্যাচে মাঠে ঢুকে পড়েছিলেন ঋতুপর্ণ পাখিরা নামে এক তরুণ ভক্ত। তাঁকে গ্রেফতার করে পুলিশ। দেশ হোক বা বিদেশ যে কোনও ভেন্যুতেই কোহলিকে নিয়ে এই উন্মাদনা খুবই পরিচিত। রাঁচিও এর ব্যতিক্রম নয়। 

কোহলির ব্যাট চালনা দেখে মনে হচ্ছিল, প্রতিদিনই তিনি খেলার মধ্যে রয়েছেন। কে বলবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরে এই খেলছেন তিনি। কোহলির মতো ক্রিকেটারদের জন্যই হয়তো বলা হয়, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। 

টুথ পিকের মতো ব্যাট নড়াচড়া করছিলেন। দেহের ভারসাম্য দুর্দান্ত। ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন। যশস্বী জয়সওয়াল শুরুতেই ফিরে যাওয়ার পরে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে  ১৩৬ রান জুড়লেন। আপার কাটে ছক্কা মেরে সেঞ্চুরিয়নের শচীন তেণ্ডুলকরকে ফেরালেন। রোহিত শর্মার সঙ্গে সেই পুরো জুটি দক্ষিণ আফ্রিকার বোলিংকে অত্যন্ত সাধারণ পর্যায়ে নামিয়ে আনলেন। 

কেরিয়ারের এই পড়ন্ত বেলাতেও তিনি দেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। দক্ষিণ আফ্রিকার এই বোলারদের সামলাতেই ইডেন-গুয়াহাটিতে ভারতীয় ব্যাটারদের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। আর ভারতীয় ক্রিকেটের দুই 'বুড়ো ঘোড়া' দুঃস্বপ্ন হয়ে ধরা দিলেন প্রোটিয়া ব্রিগেডের কাছে। রোহিত শর্মা ৫৭ রান করে থেমে গেলেন। বিরাট কোহলি থামলেন না। তিনি সেঞ্চুরি করলেন, দেশের শ্বাসপ্রশাস জুড়ে আজ কেবলই বিরাট কোহলি। ৮৩ নম্বর সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এরপরও কি গম্ভীর ২০২৭ বিশ্বকাপের জন্য ভাববেন না কোহলির নাম?