আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই প্রতীক্ষার অবসান। তর সইছে না ক্রিকেটপ্রেমীদের। অধিকাংশই ভারতকে ফেভারিট ধরছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা মনে করেন, আন্ডারডগ তকমায় সুবিধা হবে পাকিস্তানের। তিনি মনে করছেন, ভারতের টপ অর্ডারে দুর্বলতা রয়েছে। সেটা কাজে লাগাতে হবে পাকিস্তানের বোলিংকে। স্ট্র্যাটেজি নিয়ে বল করতে পারলে, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অঘটনের সম্ভাবনা থাকবে। রামিজ রাজা বলেন, 'ভারত একটা ম্যাচ জিতে আছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তান জয়ের জন্য মরিয়া থাকবে। আন্ডারডগ হিসেবে ম্যাচে নামবে। তবে সেটা আসলে অ্যাডভান্টেজ হতে পারে। কারণ তাঁদের ওপর কোনও বাড়তি চাপ থাকবে না।' 

প্রথম ম্যাচ ৬০ রানে হেরেছে রিজওয়ানরা। যার ফলে ভারতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ। তবে টপ ফর্মে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এটা পাকিস্তানের পক্ষে যেতে পারে। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেরা ফর্মে নেই। যদি শুভমন গিলকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তানের সামনে একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভারতের রান তোলার গতি কমে যেতে পারে।' আগের ম্যাচে স্ট্রাইক রোটেট করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। টপ অর্ডার হাত খুলতে ভয় পায়। প্রচুর বল নষ্ট করে ফেলে। ভয়ডরহীন ক্রিকেট খেলার ডাক দিলেন রামিজ রাজা। চাপের মুখে ব্যর্থ পাকিস্তানের বোলিংও। কন্ট্রোল এবং আরও বৈচিত্র আনার পরামর্শ দিলেন। রামিজ রাজা বলেন, 'ইয়র্কার এবং স্লোয়ার বাউন্সার কোথায়? বৈচিত্র্যেরও অভাব রয়েছে। স্পিনাররাও দ্রুত বল করছে। এটা বদলাতে হবে।' 

টুর্নামেন্টের শুরুতে সেটব্যাক হলেও, আশাবাদী বোর্ডের প্রাক্তন প্রধান। রামিজ বলেন, 'আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার সময় সেরাটা দেয় পাকিস্তান। দেশের এবং ফ্যানদের জন্য নিজেদের নিংড়ে দেয়। তবে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। বোলিং পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। রবিবার স্টেডিয়ামে ভারতের ফ্যান বেশি থাকবে। প্রতিকূলতার বিরুদ্ধে জিততে পারলে দারুণ হবে।' এই পাকিস্তান দলকে নিয়ে অধিকাংশ প্রাক্তনী হাল ছেড়ে দিলেও, আশা ছাড়ছেন না রামিজ।