আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের পর রবিবার পাকিস্তানের মুখোমুখি ভারত। প্রথম ম্যাচে  শতরান করেন শুভমন গিল। এদিনও তরুণ ওপেনারের দিকে সবার নজর থাকবে। আরও একটি দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকবে ভারতবাসী। বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং জুটি সফল। মহারণে রোহিতের থেকেও বড় রানের আশা থাকবে। তবে পাকিস্তানের বিরুদ্ধে কি উইনিং কম্বিনেশন ভাঙা হবে? নাকি একই দল ধরে রাখবেন গম্ভীর-রোহিত জুটি? পাকিস্তানের ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে কিছুটা কমজোরী। সেই কথা মাথায় রেখে দলে একটি পরিবর্তন হতে পারে। টপ অর্ডারে কোনও বদল নেই। প্রথম ম্যাচে ওপেনিং জুটিতে ৬৯ রান যোগ করেন রোহিত-শুভমন। ছন্দে না থাকলেও তিন নম্বর জায়গাটা বিরাট কোহলির জন্য বরাদ্দ। পাকিস্তান ম্যাচের আগে তিন ঘণ্টা বাড়তি অনুশীলন করেন তারকা ক্রিকেটার। যদিও তারপর পায়ে আইস প্যাক বাঁধা অবস্থায় দেখা যায় তাঁকে। তবে কোনও আশঙ্কা নেই। খেলবেন কোহলি। স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন। কোহলির ফর্ম পার্থক্য গড়ে দেবে। চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। 

গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ায় পর দলে অলরাউন্ডারদের সংখ্যা বেড়েছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার জায়গা পাকা। স্পিন বিভাগেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ ম্যাচে তিন স্পিনারে খেলে ভারত। ছিলেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। তবে কুলদীপের জায়গায় খেলানো হতে পারে বরুণ চক্রবর্তীকে। এই একটি মাত্র পরিবর্তনের কথা ভাবতে পারে গম্ভীর, রোহিতরা। টিম ইন্ডিয়ার হেড কোচের বরুণ প্রীতি সবার জানা। তাই এই পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই পেসার মহম্মদ সামি এবং হর্ষিত রানা। বাংলাদেশের বিরুদ্ধে দু'জনেই দাপট দেখায়। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ভারতীয় পেসার। এদিনও পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভাঙার জন্য সামিই ভরসা।