আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক আগে বাবর আজমকে নিয়ে চূড়ান্ত নাটক। রবিবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়েও আচমকা প্রশ্নচিহ্ন। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না বাবর। তার কারণ জানানো হয়নি। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি দলের সঙ্গে কথা বলার সময় হাজির ছিলেন না পাকিস্তানের প্রাক্তন নেতা। শনিবার বিকেলে প্রাক ম্যাচ প্রস্তুতিতে না থাকায় মনে করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে ম্যাচে দলে নাও থাকতে পারেন বাবর। একমাত্র তিনিই প্রাকটিসে ছিলেন না। বাকিরা হাজির ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয় বাবরকে। ৩২১ রান তাড়া করতে নেমে এইধরনের ব্যাটিং মেনে নিতে পারেনি পাকিস্তানের প্রাক্তনরা। হাইভোল্টেজ ম্যাচের আগের দিন কেন ট্রেনিং সেশনে ছিলেন না বাবর, এই বিষয়ে খোলসা করেননি অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। সাংবাদিক সম্মেলনে শুধু বলেন, প্রাক্তন অধিনায়ক বিশ্রাম নিয়েছেন।
শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস চলাকালীন পাকিস্তান দলের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবির প্রধান মহসিন নাকভি। সমালোচকদের মুখ বন্ধ করতে যেভাবেই হোক, ভারতকে হারানোর কথা বলেন তিনি। রবিবার হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে পাকিস্তান। দু'ঘণ্টা প্র্যাকটিস করার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু এক ঘণ্টার বেশি টেনিং করা সম্ভব হয়নি। কারণ অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং আকিব জাভেদের সঙ্গে আলোচনায় বসেন পিসিবির প্রধান। দলের অধিনায়ক, কোচ এবং প্লেয়ারদের ভারতের বিরুদ্ধে সেরাটা দেওয়ার অনুরোধ করেন তিনি। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের সঙ্গে লম্বা আলোচনাও করেন। দল নির্বাচন নিয়ে খুশি ছিলেন না নাকভি। তবে মহারণের আগে প্রত্যেক প্লেয়ার, কোচ এবং সাপোর্ট স্টাফের সঙ্গে আলাদা করে কথা বলেন। মিডিয়ার মুখোমুখি হয়ে নাকভি জানান, ভারতের বিরুদ্ধে নামার জন্য পাকিস্তান দল তৈরি। দুবাইয়ে এই হাইভোল্টেজ ম্যাচ হওয়া প্রসঙ্গে নাকভি বলেন, 'এই প্রশ্ন ভারতীয়দের করা উচিত। ওদের সঙ্গেও একই জিনিস হলে, ওদের কেমন লাগত?' মঞ্চ তৈরি। শেষ মিনিটে বাবর আজমকে নিয়ে নাটক ম্যাচে নতুন মাত্রা যোগ করছে।
