আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর, রিজওয়ানদের জন্য সতর্কবার্তা জারি করলেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, 'বিরাট কোহলি স্পেশাল' সময়ের অপেক্ষা। সেটা রবিবার ব্লকবাস্টার ম্যাচেই আসতে পারে। আহমেদ শেহজাদ বলেন, 'কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলেছে বিরাট কোহলি। রানের খরা চলাকালীন এমন একটা ইনিংস খেললে, ফিট মুভমেন্ট, শরীরীভাষা সবকিছু ঠিক হয়ে যায়। যা বিরাটের জন্য খুবই ভাল হবে।' তাই মহারণের আগে পাকিস্তানের ড্রেসিংরুমের বাইরে 'বিরাট কোহলি হইতে সাবধান' ট্যাগ লাগিয়ে দেন প্রাক্তন পাক ক্রিকেটার।
সাদা বলের ক্রিকেটে কোহলিকে 'চেজমাস্টার' বলা হয়। কিন্তু সম্প্রতি নামের প্রতি সুবিচার করতে পারেননি তারকা ক্রিকেটার। ২০২৪ সাল থেকে ৬টি একদিনের ম্যাচ খেলেন বিরাট। মাত্র ১৩৭ রান করেন। সর্বোচ্চ ৫২। গড় ২২.৮৩। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরান করেন। তবে ২০২৩ সালের শেষটা দারুণ হয়। ১১ ম্যাচে ৭৬৫ রান করেন। গত এক বছর ফর্মে না থাকলেও এইসব ম্যাচে কোহলিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাখলেন শেহজাদ। ২০২২ টি-২০ বিশ্বকাপের উদাহরণ টানেন প্রাক্তন পাক তারকা। শেহজাদ বলেন, 'ও এমন একজন প্লেয়ার যে বড় ম্যাচে ম্যাজিকাল ইনিংস খেলতে অভ্যস্ত। মনে আছে কীভাবে পাকিস্তানের হাত থেকে ম্যাচ বের করে নিয়েছিল?'
প্রাক্তন পাক ক্রিকেটার মনে করেন, রবিবার ম্যাচ জিততে হলে ভারতের টপ অর্ডারকে ৩৫-৪০ ওভার ব্যাট করতে হবে। অলরাউন্ডারদের তার আগে নামতে হলে সমস্যায় পড়তে পারে ভারত। এই প্রসঙ্গে শেহজাদ বলেন, 'টি-২০ তে এটা কার্যকরী হতে পারে। যেমন রোহিত শর্মা বলেন, এটা ব্যাটিংয়ে গভীরতা বাড়ায়। তবে একজন অধিনায়ক জানে, একদিনের ক্রিকেটে দ্রুত উইকেট হারালে পরিকল্পনা বদলাতে হয়। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে, স্পেশালিস্ট ব্যাটার দরকার।' নিউজিল্যান্ডের কাছে হারের পর জয় ছাড়া কোনও রাস্তা নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী রোহিতরা। রবিবার জিতলেই মিলবে শেষ চারের টিকিট।
