আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে অভিষেক হতে চলেছে সাই সুদর্শনের। এদিন টসের আগেই তাঁর হাতে টেস্টের ক্যাপ তুলে দেওয়া হয়। যা নিশ্চিত করে লিডস টেস্টে খেলানো হবে সাইকে। যদিও ব্যাটিং অর্ডার এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু সূত্রের খবর তিন নম্বরে খেলানো হতে পারে সাই সুদর্শনকে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলেও ওপরের দিকেই ব্যাট করেন তিনি। এদিন টসের আগে চেতেশ্বর পূজারার সাইয়ের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। এর আগে ভারতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ান-ডে খেলেছেন তিনি। চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ পান।
প্রসঙ্গত, ভারত ও ইংল্যান্ড দ্বৈরথ এবার থেকে পরিচয় পাচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি নামে। সদ্য ঘোষিত হয়েছে ‘অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফি’, যা এখন থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রধান পুরস্কার হিসেবে প্রদান করা হবে। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলিতে দেওয়া হত পতৌদি ট্রফি। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তার আগে শুক্রবার নতুন ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসন।
ট্রফিতে শচীনের বিখ্যাত কভার ড্রাইভ এবং অ্যান্ডারসনের বোলিং অ্যাকশনের ছবি খোদাই করা রয়েছে, পাশাপাশি রয়েছে তাঁদের স্বাক্ষরও। ট্রফিটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ইংল্যান্ডে এতদিন দুই দেশ লড়াই করত পতৌদি ট্রফির জন্য। ভারতে খেলা হত অ্যান্টনি ডি মেলো ট্রফি। তবে এখন থেকে সব টেস্ট সিরিজেই থাকবে এই একক অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফি। তবে একেবারে মুছে ফেলা হচ্ছে না পতৌদি পরিবারের নাম। সিরিজের বিজয়ী অধিনায়ককে ‘পতৌদি মেডেল’ প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
