আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে রানের পাহাড়ে চেপে বসছে ইংল্যান্ড। তৃতীয় দিন চা পানের বিরতিতে ইংল্যান্ডের রান ৪৩৩। পড়েছে মাত্র চার উইকেট। এখনই ৭৫ রানে এগিয়ে রয়েছেন বেন স্টোকসরা।
শতরান করেছেন জো রুট। সিরিজে এটি রুটের দ্বিতীয় শতরান। তিনি আপাতত অপরাজিত আছেন ১২১ রানে। একটুর জন্য শতরান পাননি বেন ডাকেট (৯৪)। শতরান হাতছাড়া করেন জ্যাক ক্রলিও (৮৪)। তিনে নামা অলি পোপ করেছেন ৭১। ভারতীয় বোলারদের মধ্যে দুই উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। একটি জাদেজা ও অন্যটি অংশুল কম্বোজ। সবচেয়ে আশ্চর্য বুমরা কিছুই করতে পারছেন না। বাজবলে সত্যিই দিশেহারা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া।
এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫৮ রানে। বুমরা পারছেন না উইকেট তুলতে। ওয়ার্কলোড বেশি হচ্ছে? প্রশ্ন উঠে গেছে। সিরাজও তাই। শার্দূলের বল দেখে মনে হচ্ছে না উইকেট নিতে পারেন।
এদিকে ঋষভের চোটে চিন্তায় ভারত। ম্যাঞ্চেস্টারে ভাঙা পাতা নিয়ে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারবেন না। খেলতে পারবেন না শেষ টেস্টেও। এই অবস্থায় উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল।
আরও পড়ুন: মাত্র ৩২ বছরেই অবসর নিয়ে ফেললেন এই ভারতীয় ক্রিকেটার
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
রাতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন চোট পেয়েছেন ঋষভ পন্থ। পন্থকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওঁর দিকে নজর রেখেছে।’
অবশেষে স্ক্যান রিপোর্টে জানা যায়, পায়ের পাতা ভেঙেছে। চিকিৎসকরা ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার পরেও পন্থ প্রথম ইনিংসে ব্যাট করেছেন। অর্ধশতরান করেছেন।
তবে আশঙ্কাই সত্যি হয়। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পায়ের পাতা ভেঙেছে তাঁর। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, ঋষভ পন্থের পায়ের পাতা ভেঙেছে। তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। যা পরিস্থিতি সম্ভবত ছয় সপ্তাহ আর মাঠে নেই পন্থ। আর এই সুযোগে এই টেস্টেই সিরিজ জেতার সুযোগ রয়েছে ইংল্যান্ডের। আর এই সিরিজ হারলে কিন্তু কোচ গম্ভীরের উপর চাপ বাড়বে।
এদিকে, টেস্টে রানের নিরিখে রাহুল দ্রাবিড়, জাক কালিস ও রিকি পন্টিংকে টপকে গেলেন জো রুট। টেস্টের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগে আছেন শুধু শচীন তেন্ডুলকার।
ম্যাঞ্চেস্টারে আরও কয়েকটি নজির গড়েছেন রুট। ঘরের মাঠে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করে তিনি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে টপকে গেছেন। এছাড়া স্টিভ স্মিথকে টপকে ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি শতরান এখন রুটেরই।
