আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের ৪৭১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ২০৯ রান। এখনও ২৬২ রানে পিছিয়ে ইংরেজবাহিনী। 

একটা সময় মনে হচ্ছিল ভারত বুঝি পাঁচশোর বেশি রান করে ফেলবে। টিম ইন্ডিয়ার রান ছিল ৩ উইকেটে ৪৩০। সেই জায়গা থেকে ৪৭১ রানে শেষ হয়ে যায় ভারত। 

১৩৪ রান করে আউট হন ঋষভ পন্থ। তার পরই ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপ। পন্থের আুট ও ভারতের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পিছনে হেডস্যর গৌতম গম্ভীরকে দায়ী করছেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। 

কার্তিক এখন ধারাভাষ্যকারের ভূমিকায়। তিনি খুব সূক্ষ্মভাবে ম্যাচের গতিপ্রকৃতি অনুসরণ করেছেন। করুণ নায়ার খাতা না খুলে ফেরার পরে গৌতম গম্ভীর ধীরে চলো নীতি গ্রহণ করতে বলেছিলেন। সেটা করতে গিয়ে নিজের সহজাত আক্রমণাত্মক খেলা থেকে সরে আসেন পন্থ। কার্তিক দায়ী করছেন গম্ভীরকে, ''বার্তা পাঠানোর পর খেলার ধরন বদলে ফেলে পন্থ। তার আগে আগ্রাসী ক্রিকেট খেলছিল। আমার মনে হয়, ওকে সাবধানে খেলার নির্দেশ দেওয়া ঠিক হয়নি। এতে পন্থ  চাপে পড়ে আউট হয়।'' 

এখানেই থেমে থাকেননি কার্তিক। তিনি বলেন, ''দলের হেড কোচের বোঝা উচিত কখন মাঠে নির্দেশ পাঠাতে হবে। সবাইকে নির্দেশ দেওয়া উচিত নয়।'' 

দেশের প্রাক্তন ক্রিকেটারের মতে, স্বাভাবিক-সহজাত ক্রিকেট খেলতে দেওয়া উচিত। নির্দেশ দেওয়া হলে চাপে পড়ে যান ব্যাটসম্যান। পন্থও চাপে পড়ে গিয়েছিলেন। আর পন্থ ফিরতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। এর দায় কার? হেড কোচকেই তো দায় নিতে হবে।