আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারত। 

গত সপ্তাহে সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেষমেশ দেখা গেল সেটাই ঠিক। আগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারত। 

বিসিসিআই ও বিসিবি যৌথ বিবৃতিতে জানায়, প্রায় ১৩ মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে হবে ভারতের এই সফর।

কী কারণে সিরিজ পিছিয়ে গেল, তার কারণ জানানো হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, ''পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সাদা বলের সিরিজ দুটি স্থগিত করতে সম্মত হয়েছে।'' 

এই  সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।  ১৩ অগাস্ট বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতীয় দলে। মীরপুরে ১৭ আগস্ট ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। 

সেটি এখন পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। এই সফর দিয়েই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মাঠে দেখা যেত। টেস্ট ক্রিকেট থেকে সরে  যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ছিল তাঁদের প্রথম পরীক্ষা। কিন্তু ক্রিকেটভক্তরা দেখতে পাবেন না কোহলি ও রোহিতকে।