আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার মারা জোরালো শট থেকে কোনওরকমে  বাঁচলেন আম্পায়ার। 

শুরুটা ভালই করেছিলেন রোহিত। কিন্তু বেশিক্ষণ টেকেনি রোহিত ঝড়। ২৯ বলে ২৮ রান করে রোহিত ফিরে যান। তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরেছিলেন এই সংক্ষিপ্ত ইনিংসে। 

ন্যাথান এলিসের ওভারে জোরালো শট মেরেছিলেন রোহিত। সেই শট থেকে বাঁচার জন্য আম্পায়ার নিজেকে বলের গতিপথ থেকে সরিয়ে নেন। আম্পায়ারের প্রতিক্রিয়া দেখার পরে হেসে ফেলেন রোহিত স্বয়ং। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ (৭৩), অ্যালেক্স ক্যারির (৬১) সৌজন্যে অজিরা প্রতিদ্বন্দ্বিতামূলক রান করে। 

 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025

রোহিত ও শুভমান গিল বিনা উইকেটে ৩০ রান করেন। গিল ফেরেন ব্যক্তিগত ৮ রানে। রোহিত শর্মা যখন ফেরেন, তখন দলের রান ৪৩। 

সেমি-যুদ্ধে নামার আগে থেকে রোহিতকে নিয়ে তীব্র চর্চা হচ্ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন হিটম্যান এদিন বড় রান পাবেন। কিন্তু রোহিত ২৮-এর বেশি করতে পারেননি।