আজকাল ওয়েবডেস্ক: টানা দু'ম্যাচে ডাক দেখেছিলেন তিনি। পারথে খাতা খোলেননি। অ্যাডিলেডেও তাই। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের মহীরূহ। 

বিরাট-কেরিয়ারে প্রথমবার টানা দু'টি ওয়ানডেতে ডাক দেখলেন কোহলি। পারথে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গিয়ে ধরা পড়েছিলেন। এদিন এলবিডব্লিউ হলেন বলের হদিশ না পেয়ে। 

সবাই 'গেল গেল' রব তুলেছিলেন। বলতে শুরু করেছিলেন, বিরাট-সফর কি এবার শেষ হতে চলেছে? 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দেখা গেল অন্য এক মুহূর্ত। তিনি চার মারেননি, ছক্কাও নয়। কেবল এক রান নিয়ে খাতা খুলেছেন, তাতেই কী করতালি! 

আরও পড়ুন: কোহলির ব্যাটিং পজিশন বদলের আর্জি, গম্ভীরকে কড়া বার্তা প্রাক্তন ক্রিকেটারের...

দর্শকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বৃহদাকার স্টেডিয়ামে। শূন্য রানে বারংবার ফিরে যাবেন কোহলি, এমন দৃশ্য দেখতে চান না কেউই। দর্শকরাও চাননি। কোহলি এক রান নিয়েই যেন উদযাপন শুরু করে দিলেন। মুখে হাজার ওয়াটের হাসি। শূন্যে আলতো করে ঘুসি ছুড়লেন। কোহলিকে দেখে কে বলবেন তিনি চাপে রয়েছেন। আগের দুটো ম্যাচে তিনি রান পাননি। নিন্দুকরা নখ-দাঁত বের করেছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন কোহলির দিন হয়তো ফুরিয়ে এল। কিন্তু সিডনিতে কোহলি বিরাট হয়েই ফিরলেন। 

৮১ বলে ৭৪ রানে অপরাজিত থেকে যান কোহলি। ফিরে এল তাঁর পুরনো টাচ। রোহিতের সঙ্গে করলেন অমূল্য ১৬৮ রানের পার্টনারশিপ। ওই পার্টনারশিপ অস্ট্রেলিয়ার ড্রেসিং রুম থেকে ম্যাচ নিয়ে চলে গেল ভারতের ড্রেসিং রুমে। 
 
রোহিত শর্মা ম্যাচের সেরা হলেন। হিটম্যান সেঞ্চুরি করার পরে কোহলি গিয়ে জড়িয়ে ধরলেন মুম্বইকরকে। দুই মহাতারকা ধরা দিলেন আগের মেজাজে। 
রোহিত শর্মা, এই সেঞ্চুরিটা কি গৌতম গম্ভীরকে জবাব দিলেন? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে? বিরাট কোহলি, আপনার মসৃণ  ৭৪ রান কি কোচ গৌতম গম্ভীরকে উদ্দেশ করে? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে যোগ্য জবাব? 

?ref_src=twsrc%5Etfw">October 25, 2025

শনিবার সিডনিতে রো-কো জুটি দেখিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন স্যর ডনের দেশে। তার পরে কোহলির বিরাট আলিঙ্গন। দু'জনেই হাসছেন তখন। ওই হাসি তো জবাব দেওয়ার। ওই হাসি যুদ্ধে জিতে নেওয়ার। 

এই লড়াই তো কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না। ছিল নিজের দেশের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধেও। ছিল গম্ভীরের অনাস্থার বিরুদ্ধে। ছিল সেই সব মানুষের বিরুদ্ধে যাঁরা দুই মহাতারকার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ''ওদের এবার সরে যাবার সময় হয়েছে।'' সেঞ্চুরি করেও রোহিত কি জানেন তিনি স্থানচ্যুত হবেন না আর? কোহলিও কি সেই গন্ধ পেলেন? আপাতত সে সব নিয়ে ভাবার সময় নয়। মুহূর্তটা উপভোগ করার। 

আরও পড়ুন: সিডনিতে শুধু ক্যাচ ধরেই রেকর্ড করে ফেললেন রোহিত–বিরাট, জেনে নিন বিস্তারিত ...