আজকাল ওয়েবডেস্ক:‌ গম্ভীরের মান রাখলেন হর্ষিত রানা। সিডনিতে নিলেন চার উইকেট। ৮.‌৪ ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নিলেন হর্ষিত। রান দিয়েছেন ৩৯। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড। 


ভাল শুরু করেও অস্ট্রেলিয়া থেমে গেল ২৩৬ রানে। খেলতে পারল না পুরো ওভারও। ৪৬.‌৩ ওভারেই শেষ মার্শদের ইনিংস। 


শুরুটা কিন্তু ভালই করেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। শুরুর দু’‌ওভার দেখে নিয়ে এরপর চালাতে শুরু করেন মার্শ ও হেড। কিন্তু দলীয় ৬১ রানের মাথায় ফিরে যান হেড (‌২৯)‌। মার্শ (‌৪১)‌ যখন ফেরেন তখন রান ৮৮। অ্যাডিলেডে অর্ধশতরান করা ম্যাথু শর্ট (‌৩০)‌ রান পাননি। দলের হাল ধরেন ম্যাট রেনশ (‌৫৬)‌ ও অ্যালেক্স ক্যারি (‌২৪)‌। কিন্তু রেনশ ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজিদের ইনিংস। ১৯৫/‌৫ থেকে ২৩৬ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস।


ভারতীয় বোলারদের মধ্যে সফল বোলার রানা। নিয়েছেন চার উইকেট। ওয়াশিংটন সুন্দর পেলেন দুটি উইকেট। একটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা, কুলদীপ ও অক্ষর প্যাটেল। 


এদিকে, সিডনিতেও টস হার ভারতের। এই নিয়ে টানা ১৮টি একদিনের আন্তর্জাতিকে টস হারল টিম ইন্ডিয়া। যা এক বিরল লজ্জার নজির। তবে শনিবার সিডনি ম্যাচে টস জিতে শুরুতে বোলিং নয়, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। 

 

আরও পড়ুন:‌ সিডনিতেও টস হারল ভারত, প্রথম একাদশে জোড়া বদল টিম ইন্ডিয়ার


সিডনিতে প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। অলরাউন্ডার নীতীশকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামার অর্থ ব্যাটিং শক্তি কিছুটা কমবে শুভমান গিলদের। শনিবার খেলছেন না অর্শদীপ সিংও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণা। সিডনির ২২ গজে স্পিনাররা সাহায্য পান। সে কথা মাথায় রেখেই সম্ভবত রিস্ট স্পিনার কুলদীপকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। তিনি একটি উইকেটও পেয়েছেন। নীতীশের জায়গায় তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। দলে রয়েছেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরও। সব মিলিয়ে তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। বাঁহাতি অর্শদীপের পরিবর্তে প্রসিধকে দলে রাখা হয়েছে। তবে তিনি রান দিয়েছেন যথেষ্ট। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একটি বদল হয়েছে। বার্টলেটের বদলে এসেছেন ন্যাথান এলিস। 


তবে জানা গেছে, দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন নীতীশ। খেলার মতো অবস্থায় নেই তরুণ অলরাউন্ডার। তাই সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচের প্রথম একাদশে নেই তিনি। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়েছে, ‘অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে বাঁ পায়ের উরুর পেশিতে চোট পান নীতীশ। চোটের জন্য সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারছে না তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নীতীশের দেখভাল করছে।’ আর টি–টোয়েন্টি সিরিজের কথা ভেবে অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।