আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নো লুক রান আউট বিখ্যাত। উইকেটের দিকে না তাকিয়ে রান আউট করা এখন এতটাই জনপ্রিয় যে সবাই গ্লাভস খুলে ধোনির মতোই রান আউট করতে চান। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের উইকেট কিপার হরবংশ সিং পাহ্গালিয়াও এদিন এশিয়া কাপে একই ভাবে রান আউট করার চেষ্টা করেন। তাঁর প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে এদিন খেলা ছিল এশিয়া কাপে। ভারত ১০ উইকেটে হারায় প্রতিপক্ষকে। কিন্তু ম্যাচে হরবংশের নো লুক রান আউট নিয়ে বেশ চর্চা হয়। দূরপ্রান্ত থেকে ছোড়া বল ঠিকঠাক না আসায় হরবংশ কিছুটা এগিয়ে গিয়ে বল ধরেই ধোনির কায়দায় রান আউট করার চেষ্টা করেন আমিরশাহীর ব্যাটারকে। ভারতের উইকেট কিপারের প্রচেষ্টা সত্ত্বেও বেঁচে যান ব্যাটার। তবুও ভারতীয় উইকেট কিপারের প্রায়সকে অনেকেই কুর্নিশ জানান সোশ্যাল মিডিয়ায়।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। বুধবার শারজায় সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দলকে শেষ চারে তুললেন আইপিএলের নিলামের চমক। ১০ উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের জুনিয়ররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান বৈভবের। ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৪টি ছয়, ৩টি চার।
আইপিএলের নিলামের বেশ কয়েকদিন আগে থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৩ বছরের কিশোর। কোটিপতি লিগের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার তিনি। সুতরাং, তাঁর দিকে যাবতীয় নজর ছিল। অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটার মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেও দল পান বৈভব। ১৩ বছরের বিরল প্রতিভাকে ১.১ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস। সেই থেকেই খবরের শিরোনামে। আরব আমিরশাহিকে উড়িয়ে সরাসরি শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করে ভারতীয় দল।
