আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক যুদ্ধের আঁচ ক্রিকেট মাঠে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনকী পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল হতে পারে এশিয়া কাপও।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। আর উদ্ভুত এই পরিস্থিতিতে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ল।
সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করার কথা ভারতের। সেই টুর্নামেন্টও অনিশ্চিত। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে আইপিএল শুরু করা না গেলে, আন্তর্জাতিক সূচি বাতিল করে, সেই সময়ে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
অর্থাৎ সেরকম হলে আইপিএলের জন্য বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করা হতে পারে। অবশ্য পরিস্থিতি অন্য দিকে মোড় নেওয়ার জন্যই এমন ধরনের চিন্তাভাবনা। যদিও ভারত ও বাংলাদেশ বোর্ডের তরফে কোনও কর্তাই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ১৩ আগস্ট ঢাকায় যাওয়ার কথা ভারতীয় দলের। এখন কী হবে, তা বলবে সময়।
