আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের পালা। বৃহস্পতিবার সামনে কঠিন প্রতিপক্ষ। শেষ চারের গেরো পেরোতে হারাতে হবে অস্ট্রেলিয়াকে। নভি মুম্বইয়ে হাই-প্রোফাইল লড়াই। গ্রুপ পর্বে হারের হ্যাটট্রিক সামলে দুরন্ত প্রত্যাবর্তনে সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে হরমনপ্রীতরা। অন্যদিকে অস্ট্রেলিয়া এখনও অপরাজিত। গ্রুপ পর্বের ম্যাচে অজিদের কাছে হারে ভারত। ৩৩০ রানের বিশাল টার্গেট সেট করলেও অ্যালিসা হিলির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিকা রাওয়ালকে পাবে না ভারত। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্ত হিসেবে যোগ দেন শেফালি বর্মা। প্রথম একাদশে প্রতিকার জায়গায় খেলবেন শেফালি। স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করবেন তিনি। মেয়েদের বিশ্বকাপে দুরন্ত ছন্দে ভারতীয় ওপেনার। প্রত্যেক ম্যাচেই রান পাচ্ছেন। করে ফেলেছেন শতরানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর দিকেই তাকিয়ে থাকবে ভারত। ভারতীয় ব্যাটিংয়ের ভীত গড়ে দিচ্ছেন স্মৃতি। বাঁ হাতি ওপেনারের থেকে আরও একটি বড় ইনিংসের অপেক্ষায় ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচজন বোলিং বিকল্প নিয়ে নেমেছিল ভারত। তবে সেমিতে একই স্ট্র্যাটেজি নাও থাকতে পারে। যার ফলে হারলিন দেওল জায়গা খোয়াতে পারে। সেক্ষেত্রে তিন নম্বরে নামতে পারেন জেমাইমা রডরিগেজ। চারে নামতে পারেন হরমনপ্রীত। মিডল অর্ডারে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ। দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই জুটির ওপরও ভরসা করা হবে। বোলারদের মধ্যে থাকছেন স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী এবং রেনুকা ঠাকুর। অমনজিৎ কৌরকেও সুযোগ দেওয়া হতে পারে। ভারতের বিরুদ্ধে ফেভারিট হিসেবে শুরু করবে অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে অজিরা। কিন্তু পাশা বদলাতে তৈরি হরমনপ্রীতরা।
