আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা টসে হারতেই এক মিনিটের জন্য মুষড়ে পড়ল ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়াম। কিন্তু মুহূর্তের মধ্যে উচ্ছ্বাস। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন প্যাট কামিন্স। রোহিত, বিরাটদের ব্যাটিং দেখায় অপেক্ষায় ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সমর্থকরা। আশা পূর্ণ। হাইভোল্টেজ ফাইনালে বিপক্ষের ওপর বড় রান ছাপিয়ে দেওয়াই সাধারণত স্ট্র্যাটেজি হয় দলগুলোর। তাই টসে হেরেও খুশি ভারত অধিনায়ক। রোহিত বলেন, "আমি টসে জিতলে ব্যাটিং নিতাম। এইসব ম্যাচে বড় রান বোর্ডে থাকলে অ্যাডভান্টেজ থাকে। ক্রিকেটের সেরা উৎসব। বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সফল। আমাদের ফোকাসড থাকতে হবে।" ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। টসে জিতে কামিন্সের ফিল্ডিং নেওয়া মনে করিয়ে দিল ২০০৩ বিশ্বকাপ ফাইনালে সৌরভ গাঙ্গুলিকে।
