আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে রাজার মতোই প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির। করেছেন ১৩৫ রান। দেখা গেছে সেই পুরনো ঝলক। কোহলির এই ইনিংস দেখে দেশ–বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রকাশ্যে কুর্নিশ করছেন কোহলিকে। বাদ যায়নি ভারতীয় টিমও। কুলদীপ যাদব থেকে তিলক বর্মা। টিমের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে। প্রত্যেকে বিরাট–বন্দনায় ব্যস্ত।
রবিবার খেলা শেষে বিরাটের ইনিংস নিয়ে বিসিসিআই টিভিতে তিলক বলছিলেন, ‘আরও একটা অন্যতম শ্রেষ্ঠ ইনিংস দেখলাম। আরও ভাল লাগছে ভেবে যে, চোখের সামনে বিরাট ভাইকে ইনিংসটা খেলতে দেখলাম। গত সতেরো বছর ধরে ঠিক এ রকমই অবিশ্বাস্য ক্রিকেট খেলে যাচ্ছে বিরাট ভাই। কী ব্যাটিংয়ে, কী ফিল্ডিংয়ে। আমি শেখার চেষ্টা করি বিরাট ভাইয়ের থেকে।’ কুলদীপের জাতীয় দলে যাত্রা শুরু হয়েছিল কোহলির আমলে। রাঁচিতে প্রাক্তন ভারত অধিনায়কের ইনিংস দেখে কুলদীপের মনে হচ্ছিল, সাত–আট বছর আগের কোহলিকে মাঠে দেখছেন! তাঁর কথায়, ‘মনে হচ্ছিল, ২০১৭–১৮ সালের বিরাট ভাইকে দেখছি। কী অসামান্য ব্যাটিং করল। প্রতিটা বল ব্যাটের সঠিক জায়গা দিয়ে খেলছিল। নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকলে, এরকম ইনিংস খেলা যায়।’ এরপরই কুলদীপের সংযোজন, ‘ভাববেন না, শুধুমাত্র ব্যাট করেই কাজ শেষ হয়ে যায় বিরাট ভাইয়ের। বরং বোলাররা কী করছে না করছে, তার প্রতিও সমান নজর থাকে। আমরা যখন বল করি, তখনও প্রচুর পরামর্শ পাই বিরাট ভাইয়ের থেকে।’ ডশকাটে বলেছেন ‘বিরাটই আমাদের সাহায্য করেছে, প্রিমিয়ার স্কোরে পৌঁছতে। কারণ, রাঁচিতে পরে বোলিং করে ম্যাচ জেতাটা সহজ হয় না। প্রচুর শিশির পড়ে মাঠে। বল গ্রিপ করা কঠিন হয়ে যায়।’
