আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। প্রথম ইনিংসের শেষে ৩৫৬ রানের লিড নেয় কিউয়িরা। তৃতীয় দিনের শেষে ১২৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড। তাসত্ত্বেও প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। এমন দুঃসাহসিকতা দেখালেন কে? কুলদীপ যাদব মনে করেন, পিচে টার্ন আছে। ফলে ভারতীয় ব্যাটাররা একটা ভদ্রস্থ রান খাড়া করতে পারলেই, স্পিনারদের সামনে সুযোগ চলে আসবে। কুলদীপ বলেন, 'আমরা বল করার সময় স্পিনাররা উইকেট থেকে সাহায্য পাচ্ছিল। আশা করছি পঞ্চম দিনে উইকেট আরও ঘুরবে। তবে তার জন্য অন্তত একটা ভাল টার্গেট সেট করতে হবে। আমাদের বোলিং আক্রমণের কথা মাথায় রেখে, আমরা সেই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করব। এখনই নির্দিষ্ট রান বলা যাবে না। কারণ অনেক ব্যাটিং বাকি আছে।'

তৃতীয় দিন শেষ বলে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত সরফরাজ খান। ভারতীয় স্পিনারের আশা, বড় রান করবেন তরুণ ব্যাটার। এই প্রসঙ্গে কুলদীপ বলেন, 'আমরা সবাই দেখেছি ইরানি ট্রফিতে সরফরাজ কীভাবে ২০০ রান করেছে। আশা করছি এখানেও আরও একটা দ্বিশতরান হোক। ভারতের হয়ে যখন খেলছে, যতক্ষণ রান করছে, ওর টেকনিক নিয়ে কোনও কথা হবে না। তবে স্পিনারদের বিরুদ্ধে ওর টেকনিক ভাল। ওদের ঘাড়ে চড়তে দেয় না। ও যেভাবে বাঁ হাতি স্পিনারদের আক্রমণ করছিল, নিউজিল্যান্ড পেসারদের আনতে বাধ্য হয়।' রচিন‌ রবীন্দ্রর ব্যাটিংয়ের প্রশংসা করলেন ভারতের চায়নাম্যান। অষ্টম উইকেটে টিম সাউদির সঙ্গে ১৩৭ রান যোগ করেন তিনি। যা কিউয়িদের ৪০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করে।