আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, আগামী ২৩ বা ২৪ সেপ্টেম্বর নির্বাচনী বৈঠকের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। অনলাইনে অনুষ্ঠিত হবে এই সিলেকশন মিটিং। ভারতের ঘরের মাঠে মরশুম শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যা শুরু হবে ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ চক্রে এটাই ভারতের প্রথম হোম সিরিজ। ইংল্যান্ডে শুভমান গিলের টেস্ট অধিনায়কত্বে অভিষেকের সিরিজে ২-২ ড্র করে দুর্দান্ত সূচনা করেছে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

এই সিরিজে দলে ফিরবেন পেসার মহম্মদ সিরাজ, যিনি ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৯/১৯০ বোলিং ফিগার করে ভারতকে জিতিয়েছিলেন। সেই পারফরম্যান্সের জন্য আগস্ট মাসে তিনি আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থও নির্বাচিত হন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমান গিলকে। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে কেএল রাহুলকে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের পুত্র তাগনারিন চন্দরপল। ফিরেছেন ব্যাটার আলিক আতানাজে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ১৩.৫৬ গড়ে ৪১টি উইকেট নেওয়ার পুরস্কার হিসেবেই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আতানাজে, জন ক্যাম্পবেল, তাগনারিন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে, জেডেন সিলস।

ভারতীয় দল বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত। রবিরার ফের একবার মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মাত্র আট দিন আগেই দুই দলের লড়াই দেখা গিয়েছিল, আর এবার সুপার-ফোর পর্বে নামছে তারা। তবে প্রতিবারের মতো উত্তেজনা থাকলেও, এ বার সেই উত্তেজনা যেন একটু বেশি চড়েছে। গত রবিবার সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। সেই ঘটনাই তৈরি করে বিতর্কের ঝড়। পুরো সপ্তাহ জুড়েই সংবাদমাধ্যমে চলেছে হাত মেলানো-না-মেলানো নিয়ে আলোচনা। এদিকে, পাকিস্তান দলও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দেয় এবং রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জানায়। খেলায় পরিস্থিতি একই রয়ে গেলেও, কৌশলগত আলোচনার চেয়ে এখন যেন অফ-ফিল্ড টানাপোড়েনেই বেশি আলো পড়ছে। 

ভারতীয় শিবিরের তরফে শোনা যাচ্ছে, রবিবারের সুপার-ফোর ম্যাচেও তারা হয়তো হাত মেলানোর নিয়ম এড়িয়ে চলবে। পাকিস্তানি শিবির অবশ্য এদিনের ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে তুলে ধরছে। যাই হোক, ম্যাচের আবহ অন্য রকম। ভারত যেখানে দুর্দান্ত ফর্মে, সেখানে পাকিস্তান এখনও নিজেদের ছন্দ খুঁজছে। তবে মাঠের বাইরে যতই নাটক জমুক, মাঠে নামলে ভারত-পাকিস্তান লড়াই মানেই বিশ্ব ক্রিকেটে অন্য মাত্রার রোমাঞ্চ। শক্তির নিরিখে বিচার করলে পাকিস্তানের থেকে বহু এগিয়ে ভারত। এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্য়ান্ডি পাইক্রফ্ট। পিসিবি জানিয়েছিল, পাকিস্তানের বাকি ম্যাচে যেন পাইক্রফ্ট ম্যাচ রেফারি হিসেবে না দাঁড়ান। রবিবারের বারুদে ঠাসা ম্যাচের আগে জানিয়ে দেওয়া হল পাইক্রফ্টই ম্যাচ রেফারি।