আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চোট সারিয়ে শুভমান গিলে ফিরে এলেন দলে।

অস্ট্রেলিয়া সফরে মারাত্মক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকেও রাখা হয়েছে ঘোষিত স্কোয়াডে। তবে তাঁকে পাওয়া যাবে কি যাবে না তা নির্ভর করছে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সের সবুজ সঙ্কেতের উপরে।

হার্দিক পাণ্ডিয়া দশ ওভার বল করার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে চিন্তাভাবনা করা হচ্ছে। সেই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি হার্দিককে। 

সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহলি বিরাট ফর্মে ধরা দেন। ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেও কোহলি দারুণ ছন্দে ধরা দিয়েছেন। তাঁকে যে কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে রাখা হবে, তা গোটা দেশ জানত। সেই মতো বিরাট রয়েছেন। রোহিতের ব্যাটও কথা বলছে। হিটম্যানকেও রাখা হয়েছে ওযানডে স্কোয়াডে। 

দল নির্বাচনের আগে সবাই ধরেই নিয়েছিলেন বনবাস পর্ব কাটিয়ে এবার জাতীয় দলে ফিরছেন মহম্মদ সামি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুশো ওভারের বেশি বল করে সাফল্য পেলেও সামির জন্য জাতীয় দলের দরজা খোলেনি। তিনি উপেক্ষিতই থেকে গেলেন। 

উইকেট কিপার হিসেবে ঋযভ পন্থ বা ধ্রুব জুড়েল নন, ঈশান কিষানের নাম ভাবা হয়েছিল স্কোয়াডে। কিন্তু নির্বাচকরা ঋষভ পন্থকেই দলে রাখলেন। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেই চোটের জেরে তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও নামতে পারেননি। চোট সারিয়ে গিল ওয়ানডে স্কোয়াডে ফিরে এলেন। চোটের জন্য গিল প্রোটিয়াদের বিরুদ্ধে খেলেননি। তাঁর পরিবর্তে লোকেশ রাহুলের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছিল। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের রিমোট কন্ট্রোলের দায়িত্ব এসে পড়ল গিলের হাতেই। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তিনি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। কিন্তু বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে দেখা গিয়েছে, চোটের জন্য শ্রেয়স আইয়ারের ওজন কমে গিয়েছে প্রায় ৬ কেজি। শটের জোরও হারিয়েছেন অনেকটাই। ফলে সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্টের উপরই নির্ভর করছে শ্রেয়সের দলে থাকা, না থাকা। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।