আজকাল ওয়েবডেস্ক: ১২ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। ভারতীয় নির্বাচকরা সম্ভবত ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল একসঙ্গেই ঘোষণা করে দেবে।
ইংল্যান্ড সিরিজ তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও একাধিক চমক থাকতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নাও হতে পারে টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের। কারণ ঋষভ পন্থ ও লোকেশ রাহুল উইকেটকিপার হিসেবে এগিয়ে থাকছেন। তবে রাহুলের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকছে। বুমরার সুস্থতাও একটা বড় প্রশ্ন। ইংল্যান্ড সিরিজে তিনি খেলছেন না। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকেন কিনা।
তবে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে পারেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। আর প্রশ্ন থাকছে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামির অন্তর্ভুক্তি নিয়ে। সামির সুস্থতার উপরই সবকিছু নির্ভর করছে। ঘরোয়া ক্রিকেটে সুস্থতার প্রমাণ দিলেই তিনি ইংল্যান্ড সিরিজে দলে ঢুকে যাবেন।
সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্স ট্রফিই সম্ভবত হতে চলেছে দুই ভারতীয় তারকা রোহিত ও বিরাটের শেষ আইসিসি টুর্নামেন্ট। রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হিসেবেই থাকবেন। তিনে নামবেন বিরাট।
২২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। আর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আকাশ চোপড়া যে সম্ভাব্য দল বেছে নিয়েছেন তাতে রয়েছেন: রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, অর্শদীপ সিং।
