আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক লজ্জার দিন লিখে গেল ইডেন গার্ডেন্স। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে হারল শুভমান গিলের নেতৃত্বাধীন দল।

১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গেল ভারত। দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এই প্রথমবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা ঘটল।

৩৫ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের পুরো ইনিংস। এর আগে চতুর্থ ইনিংস ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রান।

এবার ইডেনে সেই রেকর্ডও ভেঙে দিল ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা। ইডেনে সর্বোচ্চ সফল রানচেজ ১৩৭ হলেও ভারতীয় ব্যাটিং লাইন আপ এদিন ১২৪ রানের ছোট টার্গেট ছুঁতেও পারল না।

টিম ইন্ডিয়াকে সমর্থন করতে এদিন শুরু থেকেই ফুল হাউস ছিল কলকাতা। কিন্তু তাদের সমর্থনও বাঁচাতে পারল ভারতীয় ব্যাটারদের। স্পিনিং পিচ বানাতে গিয়ে নিজেরাই সেই জালে ফেঁসে গেলেন জয়সওয়ালরা।

এই হারের ফলে ভারত বড় ধাক্কা খেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। চতুর্থ স্থানে নেমে গিয়ে ভারতের ৫২ পয়েন্ট, শতাংশ ৫৪.১৭।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ধারাবাহিক জয়ের কৃতিত্বে আরও এগোলেন টেম্বা বাভুমা। তাঁর নেতৃত্বে প্রোটিয়ারা ১১টির মধ্যে ১০টি টেস্ট জিতেছে।

২৪ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ইডেন টেস্টের পর একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। ভারতের ৯৩ রান, ঘরের মাঠে চতুর্থ ইনিংসে তাদের সর্বনিম্ন স্কোর।

দক্ষিণ আফ্রিকা ১২৪ রানের যে টার্গেট ডিফেন্ড করল, তা তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ডিফেন্ড করা স্কোর। ইডেনে এটি তাদের দ্বিতীয় জয়। ১৯৯৬ সালে প্রথমবার জিতেছিল।

২০০৪ ও ২০১০ সালে হারলেও ২০২৫ সালে এসে ঘরের মাঠে ভারতের দর্পচূর্ণ করলেন টেম্বা বাভুমারা।  এই ম্যাচে প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার একাই ভারতীয় লাইন আপকে ধসিয়ে দেন।

মোট ২৯.২ ওভার বল করে ৫১ দিয়ে তিনি নিলেন ৮ উইকেট। ভারতের মাটিতে কোনও দক্ষিণ আফ্রিকান স্পিনারের এটাই সেরা বোলিং ফিগার।

১৯৯৬ সালে পল অ্যাডামসের ৮/১৩৯-কে ছাপিয়ে গেল হার্মারের এই পারফরম্যান্স। তবে ভারতের মাটিতে প্রোটিয়াদের বোলিং রেকর্ড এখনও ডেল স্টেইনের কাছেই রয়েছে।

২০১০ সালে ভারতের বিরুদ্ধে ১০৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের ১২৪ রান তাড়া করার ব্যর্থতা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ব্যর্থ রানচেজ।

১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রান তাড়া করতে পারেনি টিম ইন্ডিয়া। এদিন আরেকটি বড় মাইলফলকে পৌঁছালেন বাভুমা।

দক্ষিণ আফ্রিকার পঞ্চম-সফলতম টেস্ট অধিনায়ক হলেন তিনি। তাঁর আগে আছেন গ্রেম স্মিথ (৫৩), হ্যান্সি ক্রোনিয়ে (২৭), ফাফ ডু প্লেসি (১৮) ও শন পোলক (১৪)। ভারতের মাটিতে যেকোনও বিদেশি দলের ডিফেন্ড করা টার্গেটের মধ্যে ১২৪ দ্বিতীয় সর্বনিম্ন।