আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। বেশিরভাগই দলীপ ট্রফিতে খেলছে। এরই মধ্যে আরও একবার নিজের জাত চেনালেন যুজবেদ্র চাহাল। ডার্বিশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে পাঁচ উইকেট নিলেন ভারতীয় স্পিনার। নর্থহ্যাম্পটনশায়ারে হয়ে দুরন্ত পারফরম্যান্সে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকরকে বার্তা দিলেন যুজি। এর আগে একাধিকবার টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন চাহাল। কিন্তু ডাক পাননি। এবার পাঁচ উইকেট নিয়ে নির্বাচকদের প্রশ্নের মুখে ফেললেন ভারতীয় স্পিনার। তাঁর দাপটে মাত্র ১৬৫ রানে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। প্রথম ইনিংসের শেষে ৫৪ রানে এগিয়ে ছিল নর্থহ্যাম্পটনশায়ার। চাহালের পাশাপাশি এই দলে খেলেন পৃথ্বী শও। কিন্তু ব্যাট হাতে আবার ব্যর্থ। 

আগের বছর একটি সাক্ষাৎকারে টেস্ট নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছাপ্রকাশ করেন চাহাল। তিনি বলেছিলেন, 'সব ক্রিকেটারেরই আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলার সময় সেই স্বপ্নপূরণ হয়। আমিও একই স্বপ্ন দেখি। সাদা বলের ক্রিকেটে আমি অনেক কিছুই অর্জন করেছি। কিন্তু লাল বলের ক্রিকেটে অনেক কিছু অধরা থেকে গিয়েছে। আমার নামের পাশে টেস্ট ক্রিকেটারের ট্যাগ চাই। সেই স্বপ্ন স্বার্থক করতে ঘরোয়া ক্রিকেট এবং রঞ্জিতে আমি নিজের সেরাটা দিই। আশা করছি শীঘ্রই সেই সুযোগ মিলবে।' যদিও এখনও পর্যন্ত তেমন সম্ভাবনা তৈরি হয়নি। তবে নিজেকে প্রস্তুত রাখছেন চাহাল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনও দ্বিতীয় টেস্টের দল ঘোষণা হয়নি। চাহালের ভাগ্যে কি শিকে ছিঁড়বে?