আজকাল ওয়েবডেস্ক:‌ বুমরাকে নিয়ে জল্পনার মাঝেই এল বড় খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে থাকছেন জসপ্রীত বুমরা। সিডনি টেস্টে কোমরে চোট পাওয়ার পর বুমরাকে নিয়ে অনিশ্চয়তা ছিল। যদিও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুমরাকে দলে রাখা হলেও খেলার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর। ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তত একটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুন বুমরা। যাতে তাঁর ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, সঞ্জু স্যামসন বা করুণ নায়ারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভাবা হচ্ছে না।


বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্যাচে ৭৫২ রান করার পর নায়ার আলোচনায় চলে এসেছিলেন। তার মধ্যে রয়েছে পাঁচটি শতরান। সূত্রের খবর, নির্বাচকরা নায়ারকে নিতে চাইছেন না এই কারণেই যে তিনি দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৭ সালে। তার উপর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি টুর্নামেন্ট। সম্ভবত আগামীতে জাতীয় দলে দেখা যাবে নায়ারকে।


অন্যদিকে সঞ্জু স্যামসন ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেলেও একদিনের সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না বলেই খবর। আর না থাকার অন্যতম কারণ তাঁর বিজয় হাজারে ট্রফি না খেলা। ঘরোয়া ক্রিকেট না খেলায় সঞ্জুর উপর বিরক্ত বোর্ড।