আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনও ব্যাটিং ভরাডুবি। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ৪৮। প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। একমাত্র লড়াই করছেন কেএল রাহুল। ৫২ বলে ৩০ রানে অপরাজিত তিনি। সবে নেমেছেন রোহিত শর্মা। কিন্তু বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ। গাব্বায় যা পরিস্থিতি তাতে একমাত্র বৃষ্টি বাঁচাতে পারবে টিম ইন্ডিয়াকে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের‌। এখনও পর্যন্ত ১৪.১ ওভার খেলা হয়েছে। তারমধ্যে বেশিরভাগ বলই উইকেট বা অফস্ট্যাম্প বরাবর করে অজি বোলাররা। সেই ফাঁদে পা দেন বিরাট কোহলি, ঋষভ পন্থ। 

পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও, অ্যাডিলেডে পুরো ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। ব্রিসবেনেও রান পেলেন না। প্রথম বলে চার মেরে শুরু করেন। দ্বিতীয় বলেই আউট। স্টার্কের মিডল স্ট্যাম্প বরাবর বল ফ্লিক করতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন বাঁ হাতি ওপেনার। স্টার্কের ফাঁদে পা দিয়ে আউট হন শুভমন গিল (১)। দুর্দান্ত ক্যাচ দেন মার্শ। মাত্র ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আবার ব্যর্থ বিরাট কোহলি। সেই একই ধরনের আউট। অফস্ট্যাম্পের বাইরে বল রাখেন হ্যাজেলউড। স্বভাবচরিতভাবে বলে খোঁচা মারেন কোহলি। শেষ পাঁচ ইনিংসের মধ্যে অন্তত চারবার একইভাবে আউট হয়েছেন। গাব্বার গতি এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ট্রেনিং করেছিলেন বিরাট। কাজে এল না। প্রথমার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারায় ভারত। মাঝে বৃষ্টি থামায় কয়েক মিনিটের জন্য খেলা শুরু হয়। কিন্তু ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। তারমধ্যেই নিজের উইকেট হারান পন্থ। ৯ রানে আউট হন। একদিকে পরপর উইকেট হারালেও মাটি কামড়ে পড়ে আছেন কেএল রাহুল। বৃষ্টির জন্য আগাম চায়ের বিরতি নেওয়া হয়। 

দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি অজিরা। ৪০ রানে শেষ ৩ উইকেট হারায়। ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শুরুতে স্টার্ককে তুলে নেন বুমরা। মোট ছয় উইকেট তুলে নেন ভারতীয় তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকে ফেরান আকাশ দীপ। ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস।