আজকাল ওয়েবডেস্ক: একটি জয়, একটি হার এবং একটি ড্রয়ের পর চার পয়েন্ট নিয়ে কাফা নেশনস লিগের গ্রুপ পর্ব শেষ করল খালিদ জামিলের টিম ইন্ডিয়া। এদিন আফগানিস্তানকে হারাতে না পারলেও তৃতীয় স্থানের জন্য দরজা এখনও খোলা হয়েছে ভারতের কাছে। তবে তার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে তাজিকিস্তান বনাম ইরান ম্যাচের দিকে। ইরান জিতলে তবেই সেই প্লে-অফ ম্যাচ খেলতে পারবে ভারত। গত দু’ম্যাচের তুলনায় এদিন সহজ প্রতিপক্ষ ছিল ভারতের। কিন্তু পর্যাপ্ত ফিনিশিংয়ের অভাব এবং মাঝমাঠে মিডফিল্ডারের অভাবে ভুগতে হল। যদিও গোল করার সুযোগ কোনও দলই তেমনভাবে পায়নি। তবে দ্বিতীয়ার্ধ জুড়ে ভারত অনেকটাই বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে।

প্রথমার্ধে আক্রমণ বেশি করতে দেখা গিয়েছে আফগানিস্তানকে। ডিফেন্সে এদিন ছিলেন সন্দেশ ঝিঙ্গন। তার ফলে অনেক বেশি দায়িত্ব ছিল আনোয়ার এবং রাহুল ভেকের ওপর। অন্যদিকে, মাঝমাঠে এদিন শুরু করেন নাওরেম মহেশ সিং। শুরু থেকে দুই দলই কাউন্টার অ্যাটাকিং নির্ভর ফুটবল খেলছিল। তবে উচ্চতা এবং ফিটনেসের কারণে প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বেশি ছিল আফগানিস্তানের। মাঠের দুই প্রান্ত থেকে বল ধরে বারবার ক্রস ভেসে আসছিল ভারতের বক্সে। কিন্তু আনোয়ার এবং ভেকের অভিজ্ঞতার জন্য গোল হয়নি। খালিদ মূলত রক্ষণ শক্তিশালী রেখে ওপরে জিতিন এবং মহেশের গতি আর ইরফানকে এগিয়ে রেখেছিলেন ফিনিশিংয়ের জন্য। কিন্তু প্রথমার্ধে লাভ খুব একটা হয়নি।

আরও পড়ুন: জিএসটি সংস্কার: বিরোধী-শাসিত রাজ্যগুলি কীভাবে রাজি হল? জানুন রফা-সূত্রের অন্দরের কাহিনী

মাঝমাঠে একের পর এক মিসপাস, আফগান ফুটবলারদের পায়ে বল জমা দেওয়া, উইং থেকে লং বল বাড়ানো ছাড়া কোনও রকম খেলাই দেখা যায়নি ভারতের তরফে। প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন আশিক কুরুনিয়ান এবং ইরফান এডওয়াড। সে কারণে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জোড়া পরিবর্তনে নামে ভারত। নামেন বিক্রমপ্রতাপ এবং মনবীর। তবে আফগানিস্তানের কাছে সবথেকে ভাল সুযোগ এসেছিল ম্যাচের ৬৩ মিনিটের মাথায়। ডান প্রান্ত থেকে ভেসে আসা কর্নারে জটলার মধ্যে গোল লক্ষ্য করে জোরালো শট রাখেন শাহজাদ।

ভাগ্যক্রমে বল গুরপ্রীতের হাতে লেগে বারে গিয়ে লাগে। ফিরতি বল ক্লিয়ার করেন রাহুল ভেকে। শেষের দিকে আক্রমণ বাড়ানোর জন্য ছাংতে, দানিশ এবং উদান্তাকে নামিয়েছিলেন খালিদ। কিন্তু লাভ হয়নি। দানিশের উচ্চতা কাজে লাগিয়ে লং বল দখলের চেষ্টা করেছিল ভারত। শেষের দিকে আরও বেশ কয়েকটা সুযোগ এসেছিল আফগানিস্তানের কাছেও। কিন্তু তা ব্যর্থ করে দেয় ভারতীয় রক্ষণ। উল্লেখ্য, ১৯৬২ সালে আজকের দিনেই এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। আর এত বছর পরে আজকের দিনেই ফিফা ব়্যাঙ্কিংয়ে নিজেদের থেকে নিচে থাকা দুর্বল আফগানিস্তানকে হারাতে পারল না ভারত।

আরও পড়ুন: কিছুক্ষণেই আমূল বদলে যাবে আবহাওয়া, ছ' জেলা ভাসবে তুমুল ঝড়-জলে! বড় আপডেট হাওয়া অফিসের

আরও পড়ুন: বাড়ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এর শয্যার সংখ্যা, নতুনভাবে সেজে উঠছে বারাসত মেডিক্যাল কলেজ