আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে নেই রোহিত শর্মা। চোটের জন্য ছিটকে গিয়েছেন শুভমান গিল। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেবদত্ত পাড়িক্কলকে অস্ট্রেলিয়ায় থেকে যেতে বলল। ভারত এ স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন দেবদত্ত। ভারতের ব্যাটিং ব্যাক আপের জন্যই তাঁকে থাকতে বলা হয়েছে। 

রোহিত শর্মা না থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরা। দ্বিতীয় সন্তানের জন্মের পরেই হিটম্যান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আরও কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বোর্ড মেনে নিয়েছে তাঁর এই আবেদন। 

বুমরা শেষ বার ভারতকে নেতৃত্ব দিয়েছেন এজবাস্টনে। ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল সেই ম্যাচ। ১৮ সদস্যের দলে যুক্ত হচ্ছেন পাড়িক্কল। একটি সূত্র মতে, পাড়িক্কল তিন নম্বরে ব্যাট করতে নামবেন। 

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এ দলের হয়ে পাড়িক্কল যথাক্রমে ৩৬, ৮৮, ২৬ ও ১ রান করেন। এই পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই পাড়িক্কলকে ডেকে নেওয়া হল দলে। 

ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল পাড়িক্কলের। চার নম্বরে নেমে পাড়িক্কল করেন ৬৫। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হর্ষিত রানার হয়তো অভিষেক হচ্ছে পারথে। হর্ষিত প্রতিশ্রুতি জাগিয়েছেন। বিশেষ করে তাঁর বাউন্সার নিয়ে চর্চা হচ্ছে। পরিস্থিতি যা তাতে হর্ষিত রানার অভিষেক হওয়ার সুযোগ বেশি। রানা কেকেআর-এর হয়ে ১৯টি উইকেট নেন ১৩টি ম্যাচ থেকে। এখন দেখার সুযোগ পেলে পারথে কেমন বল করেন হর্ষিত রানা।