আজকাল ওয়েবডেস্ক: দুই ফরম্যাট থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেটে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ২০২৭ বিশ্বকাপ খেলতে চায় দুই তারকা। ভারতের ব্যাটিং কোচ জানান, বিশ্বকাপের ভাবনায় রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অন্দরমহলের খবর অনুযায়ী, গৌতম গম্ভীরের জন্যই টেস্ট থেকে আগাম অবসরের সিদ্ধান্ত নেন রো-কো। এমনকী টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের সময় গম্ভীরকে এড়িয়ে যান দুই মহাতারকা। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ সম্পূর্ণ ভিন্ন দাবি করলেন। সিতাংশু কোটাক দাবি করেন, রোহিত এবং বিরাটের সঙ্গে একই পেজে আছেন গম্ভীর। টিম ম্যানেজমেন্টের ২০২৭ বিশ্বকাপের ভাবনায় প্রবলভাবে আছেন দুই মহাতারকা। 

কোটাক বলেন, 'ওরা আগাম পরিকল্পনা করে। বর্তমানে মাত্র এক ফরম্যাটে খেলছে। ওরা ভারতকে সব ম্যাচে জেতাতে চায়। যেগুলোতে ওরা খেলছে। ওদের অভিজ্ঞতার ভাণ্ডার বিশাল। তরুণ ব্রিগেডের সঙ্গে সেটা ভাগ করে নিতে পারে। ওরা আলোচনাও করে। একদিনের ক্রিকেট নিয়ে গৌতমের সঙ্গে নিয়মিত আলোচনা করে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বেশিরভাগ সময় আমি থাকি, এবং আমি শুনতে পাই। ওরা সমসময় ওদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। গম্ভীরের সঙ্গেও কথা বলে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়। কিন্তু আমি তাতে ফোকাস করি না। দলের মধ্যে প্রচুর ইতিবাচক দিক আছে।' 

রোহিত, কোহলির সঙ্গে গম্ভীর এবং তাঁর কোচিং দলের সম্পর্ক নিয়ে সম্প্রতি চর্চা চরমে। বিশেষ করে টেস্টে ভারতীয় দল নাজেহাল হওয়ার পর। গতবছর ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই মহারথী। যা নিয়ে প্রশ্ন ওঠে। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দাবি করেন, টি-২০ বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে হবে। ৩৪ ওভারের পর নতুন বলের নিয়ম নিয়ে ভাবনা-চিন্তা করা উচিত বলে তিনি মনে করেন। নতুন নিয়ম অনুযায়ী, ৩৫ থেকে ৫০ ওভারে বল করার জন্য দুটোর মধ্যে একটি বল বেছে নিতে হবে ফিল্ডিং দলকে। কোটাক বলেন, 'টি-২০ এবং একদিনের ক্রিকেটের মধ্যে আমূল পরির্বতন। তবে প্রত্যেক ম্যাচেই রান তিনশোর গণ্ডি পেরিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতে। আশা করছি টি-২০ বিশ্বকাপের পর একদিনের ম্যাচের সংখ্যা বাড়বে। নতুন নিয়ম নিয়ে আমাদের ভাবতে হবে। একটা টেমপ্লেট সেট করতে হবে।' বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ। তার আগেই কোহলি, রোহিতের সঙ্গে গম্ভীরের রসায়ন নিয়ে মন্তব্য দুই মহাতারকার ভক্তদের কিছুটা আশ্বস্ত করবে।