আজকাল ওয়েবডেস্ক: সময় নষ্ট করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আর সেই জন্যই চতুর্থ টেস্টের বল গড়ানোর আগ ইংল্যান্ড দলকে একহাত নিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সটান বলে দিলেন, ''খেলার স্পিরিট মেনে চলছে না।''
লর্ডস টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলির সঙ্গে মাঠের ভিতরেই লেগে গিয়েছিল শুভমান গিলের সঙ্গে। ভারত ও ইংল্যান্ডের প্রথম ইনিংস একই রানে শেষ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাক ক্রলি নানা অছিলায় সময় নষ্ট করতে থাকেন। জশপ্রীত বুমরাহর বল খেলতেই চাইচিলেন না ক্রলি। কখনও সাইট স্ক্রিনের অজুহাত, কখনও তাঁর হাতে চোট লেগেছে এই অজুহাত দিয়ে সময় নষ্ট করছিলেন।
সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে শুভমান গিল বলেন, ''আমাকে ধোঁয়াশা দূর করতে দিন। সেদিন ইংল্যান্ড ব্যাটসম্যানরা সময় নষ্ট করছিল। হাতে ছিল সাত মিনিট। ক্রিজে আসতেই ৯০ সেকেন্ড দেরি করে ফেলে। ১০, ২০ নয়, ৯০ সেকেন্ড দেরিতে আসে ক্রিজে। বেশিরভাগ দলই এমন কৌশল অবলম্বন করে। ওদের জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে কম ওভার খেলার চেষ্টা করতাম। কিন্তু তার একটা পদ্ধতি থাকে। শরীরে যদি বলের আঘাত লাগে তাহলে ফিজিও মাঠে আসতেই পারেন। এর মধ্যে অস্বাভাবিকত্ব নেই। কিন্তু নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড পরে ক্রিজে আসা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়।''

আরও পড়ুন: এত নম্বর থাকতে হঠাৎ ৭৪ কেন? ইস্টবেঙ্গলের নতুন তারকা রশিদের জার্সিতে রয়েছে বিরাট রহস্য
এদিকে, চতুর্থ টেস্টের আগে যাবতীয় ধোঁয়াশায় ইতি টানলেন শুভমন গিল। ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নীতিশ কুমার এবং অর্শদীপ সিং। কুঁচকিতে চোট থাকলেও, চতুর্থ টেস্টের দলে রাখা হয়েছিল আকাশ দীপকে। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, বাংলার পেসারকে পাওয়া যাবে না। পাশাপাশি অংশুল কম্বোজের অভিষেক নিশ্চিত করেন। শুভমন গিল বলেন,''আকাশ দীপকে পাওয়া যাবে না। অর্শদীপও তাই। তবে আমাদের দলে ভাল প্লেয়ার রয়েছে, যারা ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। সিরিজের মাঝে একাধিক বোলার পরিবর্তন হওয়া আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। অংশুল কম্বোজ অভিষেকের খুব কাছাকাছি। প্রসিদ্ধ এবং অংশুলের মধ্যে কাকে খেলানো হবে সেটা কাল সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কম্বোজের দক্ষতা জানি। আমরা বিশ্বাস করি, ও আমাদের ম্যাচ জেতাতে পারবে। চোট-আঘাত থাকলে সমস্যা হয়। নীতিশ নেই, আকাশও নেই। তবে আমাদের এমন প্লেয়ার আছে, যারা ২০ উইকেট নিতে পারবে।''

গিলের কথা অনুযায়ী, বুধবার ম্যাঞ্চেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে ২৪ বছরের উঠতি পেসারের। ঘরোয়া ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৭৯ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি অর্ধশতরানও রয়েছে। আগের ম্যাচে একাধিক রান দেন প্রসিদ্ধ কৃষ্ণ। সুতরাং, কাম্বোজের অভিষেক সময়ের অপেক্ষা।
করুণ নায়ারের ওপর আরও এক ম্যাচ ভরসা রাখা হতে পারে। শুভমনের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। জানান, নায়ারের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তিন টেস্টের পর তাঁর রান ১৩১। গড় ২২। করুণ প্রসঙ্গে গিল বলেন, ''আমাদের মনে হয় ও ভাল ব্যাট করছে। প্রথম ম্যাচে ও তিন নম্বরে খেলেনি। ওর ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। একবার অর্ধশতরান পেয়ে গেলে ছন্দে চলে আসবে। আমরা ওর প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।''
আরও পড়ুন: বারবার চোট পাচ্ছেন আকাশ, নীতীশরা, সমাধান বাতলে দিলেন মাহি
