আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের বল গড়াচ্ছে শুক্রবার। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেই মহম্মদ সামি। সিরিজ শুরুর আগে ভারতের অধিনায়ক শুভমন গিল বলেছেন, সামিকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কথায় বলে, ক্লাস ইজ পার্মানেন্ট বাট ফর্ম ইজ টেম্পোরারি। সামির ক্লাস নিয়ে কারও মনে কোনও সংশয় নেই। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের বল গড়ানোর আগে সাংবাদিক বৈঠকে সামি সম্পর্কে মন্তব্য করেন গিল। 

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন সামি। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষিত হয়েছে, সেই দলে জায়গা হয়নি বঙ্গপেসারের। নির্বাচকদের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রবল চর্চা হচ্ছে। লাল বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেন গিল। তিনি সামির দক্ষতা ও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অবদানের প্রশংসা করেছেন। 

গিল বলেন, ''খুব কম বোলারই রয়েছে ওর কোয়ালিটির। কিন্তু যারা খেলছে তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছে। কখনও কখনও সামি ভাইয়ের মতো বোলারকে বাইরে রেখে খেলাটা কঠিন হয়ে যায়। নির্বাচকরা এ ব্যাপারে ভাল উত্তর দিতে পারবেন।'' 

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক তিনি। আবার টি-টোয়েন্টি ফরম্যাটে শুভমান গিল সহ অধিনায়ক। তিনি বলছেন, ''কীভাবে আমি ব্যাপারটা নিয়ন্ত্রণ করবো, সেটাই বের করার চেষ্টা করছি। এশিয়া কাপের পর থেকে একের পর এক টুর্নামেন্ট খেলে চলেছি। বিভিন্ন দেশে যাচ্ছি সিরিজ খেলতে। চার-পাঁচ দিনের মধ্যে ফরম্যাটেও পরিবর্তন হচ্ছে। শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেই কঠিন চ্যালেঞ্জ।'' 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা। সেই প্রোটিয়া ব্রিগেডের মোকাবিলা করা কঠিন বলেই মনে করেন গিল। তিনি বলছেন, ''বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে মোকাবিলা করা কঠিন ব্যাপার। কঠিন পরিস্থিতি তৈরি হবে, তবে আমাদের তা মোকাবিলা করতে হবে। ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে এই দুটি টেস্টের গুরুত্ব রয়েছে।''