আজকাল ওয়েবডেস্ক: বুমরা নির্ভরতা কাটাতে হবে ভারতকে। সিডনি টেস্টে ভরাডুবির পরে এমন কথাই বলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
বুমরার চোট নিয়ে চর্চা হয়েছে প্রচুর। তৃতীয় দিন তিনি ব্যাট করলেও বল করেননি। যদিও বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রধান প্রতিপক্ষই ছিলেন বুমরা।
প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ একটা চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু রানের পুঁজি কম থাকলে বোলাররা আর কী করেন!
সাংবাদিক বৈঠকে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ''একটা কথা বলতে চাই। বুমরা না থাকায় ভারত হেরে গিয়েছে, ব্যাপারটা এমন নয়। আমরাও চেষ্টা করেছিলাম, তবে বুমরা থাকলে ভাল হত। তবুও আমাদের পাঁচ জন বোলার ছিল। ভাল টিম একজন ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে না কখনও। আমরা ফলাফল পাইনি এটাই শেষ কথা।''
বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা ৩২টি উইকেট নিয়েছেন। ভারতের তারকা পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গম্ভীর। সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেছেন, ''অসাধারণ পারফরম্যান্স বুমরার। এর বেশি আমি কিছু বলব না। বল করতে যখনই এসেছে, তখনই কিছু না কিছু করেছে। যতটা করা সম্ভব দলের জন্য সবটাই করেছে বুমরা। অন্যদিক থেকে সিরাজ ও বাকি তরুণরাও বুমরাকে সাহায্য করেছে।''
