আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জেরেই ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্র। অর্থাৎ, সিরিজ ১-১ থাকল। বর্ডার-গাভাসকর ট্রফির ফয়সালা হবে শেষ দুই টেস্টে। এই যাত্রায় বৃষ্টি বাঁচিয়ে দিল টিম ইন্ডিয়াকে। পঞ্চম দিন খেলা জমিয়ে দেন প্যাট কামিন্স। ৭ উইকেট হারিয়ে ৮৯ রানে ডিক্লেয়ার করেন অস্ট্রেলিয়া অধিনায়ক। জয়ের জন্য ভারতকে ২৭৪ রানের লক্ষ্য দেওয়া হয়। হাতে ছিল দেড় সেশন। শেষ সেশনে আকর্ষণীয় ক্রিকেটের অপেক্ষা ছিল। কিন্তু আবার বাঁধ সাধে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২.১ ওভার ব্যাট করতে পারে ভারত। খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। বিনা উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৮। সময়ের আগেই চায়ের বিরতি নেওয়া হয়। কিন্তু ফের বৃষ্টি নামে। যার ফলে আর খেলা শুরু করা যায়নি। টেস্ট ড্র ঘোষণা করা হয়। ম্যাচের সেরা ট্রাভিস হেড। 

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। তাঁর সিদ্ধান্তে অনেকেই অবাক হন। প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অজিরা। জোড়া শতরান করেন ট্রাভিস হেড (১৫২) এবং স্টিভ স্মিথ (১০১)। শেষদিকে গুরুত্বপূর্ণ ৭০ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি। ৬ উইকেট নেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। টপ অর্ডার ডাহা ব্যর্থ। টপ পাঁচের মধ্যে কেএল রাহুল ছাড়া কেউ দু'অক্ষরের রানে পৌঁছতে পারেনি। আবার ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। মাত্র ৩ রান করে একইভাবে উইকেটের পেছনে ধরা পড়েন কোহলি। মাত্র ১০ রান করে আউট হন রোহিত। ভারতের ইনিংসকে একাই টানেন রাহুল। ৮৪ রান করে আউট হন। শেষদিকে রান পান জাদেজা। ৭৭ রান করেন। তবে ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ এক ঘন্টা। ব্যাট হাতে ফলো অন বাঁচান যশপ্রীত বুমরা এবং আকাশ দীপ। ৩১ রান করেন বাংলার ক্রিকেটার। ২৬০ রানে শেষ হয় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৮৯ রানে ডিক্লেয়ার করেন কামিন্স। তিন উইকেট নেন বুমরা। জোড়া উইকেট আকাশ দীপ এবং মহম্মদ সিরাজের। কিন্তু প্রত্যাশা মতো বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হল।