আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টালবাহানা অব্যাহত। ভারত বলছে পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান আবার হাইব্রিড মডেল মানতে চাইছে না। দুই দেশের ক্রিকেট বোর্ডই অনমনীয় মনোভাব বজায় রেখেছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আইসিসিও সূচি প্রকাশ করতে পারছে না। এদিকে, স্পনসর ও সম্প্রচারকারী সংস্থারা চাপ দিতে শুরু করেছে যেভাবেই হোক ভারত–পাক ম্যাচ চাই। আইসিসি পড়েছে বেজায় চাপে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, ভারত ও পাককে দুই আলাদা গ্রুপে রাখা হোক। বাসিতের কথায়, ‘‌চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি যা বলেছিলাম তা মনে আছে?‌ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হোক। ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখা হোক। অনেকেই বলছেন, অ্যাশেজ বড় সিরিজ। বর্ডার–গাভাসকার ট্রফি আরও বড়। এই পরিস্থিতিতে কী মনে হচ্ছে?‌ সম্প্রচারকারী সংস্থা তো মানতে চাইছে না। ওরা ভারত–পাক ম্যাচ চাইছে।’‌

 

এরপরই বাসিত বলেছেন, ‘‌৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান একবারও হারাতে পারেনি ভারতকে। তাহলে ভারত–পাক ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ?‌ সম্প্রচারকারী সংস্থাগুলোও হাইব্রিড মডেল মানতে চাইছে না কেন?‌ এমনকী আইসিসিও দোটানায়। কারণ ভারত–পাক ম্যাচ না হলে টুর্নামেন্টের জৌলুস থাকবে না।’‌ এরপরই বাসিত বলেছেন, ‘‌পিসিবি ভাল চাল দিয়েছে। আইসিসিকে জানিয়েছে হাইব্রিড মডেলে খেলা হলে ভারত–পাককে যেন এক গ্রুপে না রাখা হয়। পাকিস্তান সব ম্যাচ ঘরের মাঠে খেলবে। সাহস থাকলে সিদ্ধান্ত নিক আইসিসি।’‌ বাসিত আরও বলেছেন, ‘‌বিসিসিআই একটা বার্তা দিয়েছে আইসিসিকে। পিসিবিও দিয়েছে। এরপরই সম্প্রচারকারী সংস্থাগুলি ঝাঁপিয়ে পড়েছে ভারত–পাক ম্যাচ করার জন্য।’‌