আজকাল ওয়েবডেস্ক: লজ্জা! ঘরের মাঠে কিউইদের কাছে আত্মসমর্পণ। মাত্র ৪৬ রানে অলআউট ভারত। ৯১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ৫০ রানের নীচে কোনওদিন অলআউট হয়নি টিম ইন্ডিয়া। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। এতদিন এটাই সবচেয়ে কম রান ছিল। এদিন আরও লজ্জার পারফরমেন্স ভারতীয় ব্যাটারদের। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪৬ রানে শেষ ভারতের ইনিংস। পুরো একটা সেশনও ব্যাট করতে পারেননি রোহিতরা। প্রথম সেশনে বৃষ্টি নামার আগে ৩ উইকেট হারিয়ে ১৩ রান ছিল টিম ইন্ডিয়ার। মধ্যাহ্নভোজের আগে আরও তিন উইকেট হারায়। স্কোর ছিল ৩৪। লাঞ্চের পর মাত্র ১২ রানে ৪ উইকেট হারায় ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লজ্জার কাহিনী রচিত হল বেঙ্গালুরুতে। 

এদিন মোট পাঁচজন ব্যাটার খাতা খুলতে পারেনি। শূন্যের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দু’অক্ষরের রান মাত্র ঋষভ পন্থ (২০) এবং যশস্বী জয়েসওয়ালের (১৩)। কোনও ব্যাটারই কিউয়ি পেসারদের সামনে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ রান পন্থের। টসে জিতে রোহিতের ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল। ভেজা উইকেটের ফায়দা তুললেন নিউজিল্যান্ডের বোলাররা। পাঁচ উইকেট ম্যাট হেনরির। ৪ উইকেট উইলিয়াম ও'রৌরকির। একটি উইকেট টিম সাউদির। মাত্র তিন বোলারেই শেষ ভারত। স্পিনারদের বলই করতে হয়নি। আর‌ও একবার ব্যর্থ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩৪। শেষ ভরসা ছিলেন ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু দলকে বাঁচাতে পারলেন না তাঁরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি মিলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। কিন্তু বেঙ্গালুরুতে ভারতীয় দলের হতশ্রী ব্যাটিং পাশা পাল্টে দিল। কিউয়িদের বিরুদ্ধে তিনটে টেস্ট জেতা এই মুহূর্তে অলীক কল্পনা।