আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দিয়েছে টিম ইন্ডিয়া। দুর্দান্ত শতরান করে নিজেকে আরও একবার প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি। 

ম্যাচের পর কোহলিকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন প্রোটিয়া বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন। তিনি জানালেন, বিরাট কোহলিকে বোলিং করা একদিকে যেমন মজার আবার অন্যদিকে বিরক্তিকরও।

রাঁচিতে প্রথম ওডিআইতে ভারতের তারকা ব্যাটারের ম্যাচ জেতানো শতরানের পর এমনই মত তাঁর। কোহলি ১২০ বলে ১৩৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন, যেখানে ছিল ১১টি চার ও ৭টি ছয়।

কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩৪৯/৮। জানসেন জানান, ছোটবেলা থেকেই টিভিতে কোহলিকে দেখে বড় হয়েছেন, আর এখন মাঠে তাঁকে বোলিং করতে গিয়ে সেটা যেমন উপভোগ্য, তেমনই বিরক্তিকরও।

কারণ কোহলি প্রতিটি শটই সমান দক্ষতায় খেলেন। জানসেন বলেন, ‘ওকে ব্যাট করতে দেখাটা দারুণ। ছোটবেলায় টিভিতে দেখতাম, আর এখন ওকে বল করতে হচ্ছে। ব্যাপারটা বিরক্তিকর, কিন্তু মজাও লাগে। ড্রাইভ করে, পুল করে, কাট করে, প্যাড ব্যবহার করেও রান করে। খুব একটা পরিবর্তন হয়নি, শুধু আরও লম্বা ইনিংস খেলছে।’

২০১৭–১৮ সালে ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল সেই সময় ১৭ বছরের নেট বোলার হিসেবে প্রথমবার কোহলিকে বল করেছিলেন জানসেন।

তিনি বলেন, এমন বিশ্বমানের ব্যাটাররা সেট হয়ে গেলে তাঁদের থামানো প্রায় অসম্ভব। জানসেনের বক্তব্য, ‘বিশ্বমানের ব্যাটারকে আউট করা কঠিন। আমি সবসময় চেষ্টা করি তাঁদের প্রথম ১০–১৫ বলে থামানোর, কারণ সেই সময় তারা উইকেট বুঝে খেলার চেষ্টা করে। কিন্তু একবার সেট হয়ে গেলে তাঁদের আটকানো খুব কঠিন। তখনই প্ল্যান বি বা সি-তে যেতে হয়।’

উল্লেখ্য, টেস্ট সিরিজে দারুণ ফর্মের পর প্রথম ওডিআইতেও নজর কাড়েন জানসেন। বল হাতে দুটি উইকেটের পাশাপাশি ৩৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

তাঁর ব্যাটিংয়ে ৩৫০ তাড়া করার লড়াইয়ে টিকে ছিল দক্ষিণ আফ্রিকা, তবে শেষ পর্যন্ত ৩৩২ রানে অলআউট হয়ে ১৭ রানে হারতে হয় প্রোটিয়াদের। পরাজয়ের পরও হতাশ নন জানসেন।

তাঁর মতে, দল সঠিক দিকেই এগোচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুব খারাপ বোলিং করিনি। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আবার ম্যাচে ফিরেছিলাম।’

উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে ভারতের সিরিজ লিডের পর দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে রায়পুরে আগামী ৩ ডিসেম্বর, বুধবার।