আজকাল ওয়েবডেস্ক: রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যশপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলকে ছাড়াই মাঠে নামল ভারতীয় দল।

সিরিজের তৃতীয় ম্যাচে পাহাড়ি অঞ্চলের ঠান্ডা আবহাওয়ায় জয়ের ধারায় ফেরাটাই ভারতীয় দলের কাছে এদিন সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রথম একাদশে দুটি পরিবর্তন করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া।

টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ব্যক্তিগত কারণে যশপ্রীত বুমরা এই ম্যাচে খেলছেন না। অন্যদিকে অসুস্থতার কারণে অক্ষর প্যাটেলকেও বাইরে রেখে নামতে হয়েছে টিম ইন্ডিয়া।

পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে বুমরা মুম্বই ফিরে গিয়েছেন। সিরিজের বাকি ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ডিসেম্বর লখনউ এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘যশপ্রীত বুমরাহ ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গিয়েছেন এবং এই ম্যাচে তিনি অনুপস্থিত থাকবেন। সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁর দলে যোগ দেওয়া নিয়ে যথাসময়ে আপডেট দেওয়া হবে।’

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কটকে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মুল্লানপুরে ৫১ রানে বড় ব্যবধানে হেরে যায় ভারত। ফলে ধর্মশালার ম্যাচের আগে সিরিজ সমতায় ফেরানোর লড়াই আরও গুরুত্বপূর্ণ।

তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডেয়া, শিভম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), হর্ষিত রানা (যশপ্রীত বুমরার পরিবর্তে), কুলদীপ যাদব (অক্ষর প্যাটেলের পরিবর্তে), অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

উল্লেখ্য, দ্বিতীয় টি-টোয়েন্টির পরে ভারতীয় ড্রেসিং রুমের ভিতরের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর ও হার্দিক পাণ্ডিয়া নিজেদের মধ্যে কথা বলছেন। পাণ্ডিয়া ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন।

যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তার শব্দ নেই। ফলে কোন বিষয়ে তাঁদের মধ্যে কথা হচ্ছে সেটা পরিষ্কার নয়। কিন্তু কথোপকথনের সময়ে দুই ব্যক্তিত্বের শরীরী ভাষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে চর্চা।

দক্ষিণ আফ্রিকার ২১৩ রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ১৬২ রানে। হার্দিক পাণ্ডিয়া যখন ব্যাট করতে নামেন, তখন তাঁর কাছ থেকে রান চাইছিল দল। কিন্তু ২৩ বলে ২০ রান করেন হার্দিক। তিনি রানের গতি বাড়াতে পারেননি। 

অথচ কটকে এই হার্দিক পাণ্ডিয়াই ২৮ বলে ৫৯ রান করেছিলেন। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। দুটো ম্যাচে সম্পূর্ণ দু'ধরনের হার্দিক পাণ্ডিয়াকে দেখা গেল। 

টেস্টে হারের পরে গৌতম গম্ভীরের দিকে ধেয়ে এসেছে সমালোচনা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরেও একই ভাবে ভারতের হেডস্যরের দিকে উড়ে এসেছে সমালোচনার ঝড়। 

ভারতের দলগঠন নিয়েও প্রশ্ন রয়েছে। কেন শুভমান গিল? সঞ্জু স্যামসন কেন দলে জায়গা পাচ্ছেন না, সেই সব প্রশ্নও উঠছে।