আজকাল ওয়েবডেস্ক:‌ ২৩ ফেব্রুয়ারি ভারত–পাক মহারণ। দিন গোনা শুরু হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ে মুখোমুখি ভারত–পাক। দেখে নেওয়া যাক এই দুই দেশের উত্তেজক লড়াইগুলি।

২০০৭ টি২০ বিশ্বকাপ:‌ গ্রুপ পর্বের সেই ম্যাচে ভারত বোল আউটে জিতেছিল। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১৪১। পাকিস্তানও ওই রানেই থামে। ম্যাচ টাই হয়। এরপর বোল আউট। বোল আউটে শেহবাগ, উথাপ্পা, হরভজন উইকেটে বল লাগালেও কোনও পাক বোলার উইকেটে বল লাগাতে পারেননি। ম্যাচটি জিতে যায় ভারত।


২০০৭ টি২০ বিশ্বকাপ ফাইনাল:‌ ভারত ফাইনাল জিতেছিল ৫ রানে। উদ্বোধনী টি২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এসেছিল জয়। ১৫৮ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান থেমে গিয়েছিল ১৫২ রানে। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। মিসবা ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু স্কুপ করতে গিয়ে শ্রীশান্তের হাতে ধরা পড়ে যান। ভারত জেতে বিশ্বকাপ।


২০২১ টি২০ বিশ্বকাপ:‌ দুবাইয়ে গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। দুর্দান্ত বোলিং করেছিলেন শাহিন আফ্রিদি। বিরাট চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। পাকিস্তান ১০ উইকেটে ম্যাচ জেতে রিজওয়ান ও বাবরের সৌজন্যে।


২০২২ এশিয়া কাপ সুপার ফোর:‌ দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টানটান উত্তেজনায় পাকিস্তান এক উইকেট বাকি থাকতে ম্যাচ জিতেছিল। ভারত তুলেছিল ১৮১। বিরাট ৬০ করলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না।


২০২২ টি২০ বিশ্বকাপ:‌ মেলবোর্নে গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে ভারত এক সময় ৩১/‌৪ হয়ে গিয়েছিল। কিন্তু বিরাটের দুর্দান্ত ইনিংস। সঙ্গে হার্দিকের ব্যাটিং ভারতকে জয় এনে দেয়। শেষ ২ ওভারে ভারতের দরকার ছিল ৩১ রান। একেবারে শেষ বলে ম্যাচ জেতে ভারত।