আজকাল ওয়েবডেস্ক: রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আশা করা হয়েছিল দুই দলে যে পরিমাণ শক্তি রয়েছে তাতে করে রানের বন্যা বইবে। কিন্তু তা দেখা যায়নি কোনও দলের ক্ষেত্রেই। উল্টে, অনেক বেশি সক্রিয় দেখিয়েছে বোলারদের। চার ম্যাচ পর ব্যাটিং যুদ্ধের প্রত্যাশা নিষ্প্রাণ হয়ে গিয়েছে অনেকটাই। সিরিজের আগে দুই দেশের ক্রিকেট বোর্ডেরই আসা ছিল হাই স্কোরিং সিরিজ হতে চলেছে এটি। গত চার ম্যাচে সেটা দেখা যায়নি। কিন্তু রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ দেখার সুযোগ রয়েছে দর্শকদের কাছে। একদিকে ওয়াংখেড়ে অধিনায়ক সূর্যকুমার যাদবের হোমগ্রাউন্ড। আবার আইপিএলে এই মাঠে দুর্দান্ত রেকর্ড রয়েছে জস বাটলারের।

 

পুনেতে চতুর্থ টি- টোয়েন্টি ম্যাচে শেষ পাঁচ ওভারে ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ফলে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। এরপর সিরিজের শেষ ম্যাচটি দুই দলের কাছে মর্যাদার লড়াই। গত ম্যাচে শিভম দুবের জায়গায় কনকাশন সাব হিসেবে হর্ষিত রানার নামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এদিন ম্যাচ জিতে ভারতের কাছে প্রমাণ করার লড়াই, কনকাশন সাব বিতর্ক থাক বা না থাক, তাঁরা ইংল্যান্ডের চেয়ে শক্তিশালী দল। অন্যদিকে, ইংল্যান্ড মরিয়া শেষ ম্যাচটি জিতে সম্মান বাঁচাতে। পাশাপাশি, ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল ইঙ্গিত দিয়েছেন যে, এই ম্যাচে মহাম্মদ শামি খেলবেন। পাশাপাশি, সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে।