আজকাল ওয়েবডেস্ক: অসাধারণ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক শুভমান গিল ভেঙে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকরের ৪৭ বছরের পুরনো রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি সিরিজে এখন পর্যন্ত ৭৩৩ রান করে গিল ছাড়িয়ে গেলেন গাভাসকরের এক টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ডকে। এর আগে এক টেস্ট সিরিজে ৭৩২ রান করে রেকর্ড ছিল গাভাসকারের দখলে। এই রেকর্ড তিনি করেছিলেন ১৯৭৮-৭৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে লন্ডনের ওভালে পঞ্চম ও শেষ টেস্টে নামার আগেই গিল চার ম্যাচে ৭২২ রান করে ফেলেছিলেন। সিরিজ নির্ণায়ক ম্যাচের প্রথম দিনেই শান্ত এবং পরিণত ব্যাটিংয়ে তিনি ইতিহাস গড়ে ফেলেন।
এই সিরিজে ইতিমধ্যেই গিল করেছেন চারটি শতরান, যা তাঁকে এক অভিজাত তালিকায় স্থান দিয়েছে—বিদেশের মাটিতে এক সিরিজে একাধিক শতরান করা অধিনায়কদের মধ্যে। মাত্র ২৫ বছর বয়সেই গিল দেখিয়ে দিচ্ছেন, তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য কতটা প্রস্তুত। তাঁর ধারাবাহিকতা এবং পরিপক্কতা ভারতীয় টেস্ট দলের আত্মবিশ্বাসের বড় জায়গা হয়ে উঠেছে। এখন গিলের সামনে রয়েছে আরও বড় দুটি রেকর্ড গড়ার হাতছানি। একই সিরিজে সবথেকে বেশি রান করার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ৮১০ রান করে তালিকার প্রথম রয়েছেন তিনি।
সেই রেকর্ড ভাঙতে মাত্র ৭৮ রান দরকার শুভমান গিলের। ১৯৩৬-৩৭ সালের অ্যাশেজ সিরিজে এই রেকর্ড গড়েছিলেন ব্র্যাডম্যান। সেই সঙ্গে এই সিরিজে আর একটি শতরান করলে গিল হবেন একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজে পাঁচটি শতরান করেছেন। তবে চলতি টেস্টের প্রথম ইনিংসে রান আউট হয়েছেন গিল। সেক্ষেত্রে এই রেকর্ড ভাঙতে গেলে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসই একমাত্র সুযোগ গিলের কাছে। তবে গাভাসকরের দীর্ঘদিনের অক্ষত রেকর্ড টপকে শুভমান গিল এক নতুন যুগের সূচনা করেছেন ভারতীয় ক্রিকেটে।
