আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হতে চলেছে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের মুকুটে। এবার খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। আগামী বছর বিশ্বকাপের প্রথম পর্ব এই দেশেই হবে। মোট ২৪টি দেশ থেকে ছেলে এবং মেয়েদের ১৬টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বুধবার এই ঘোষণা করে ভারতীয় খো খো ফেডারেশন। সংস্থার সভাপতি সুধাংশু মিত্তাল বলেন, 'খো খোর উৎস ভারতে। এই বিশ্বকাপ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবে। খেলার প্রতিযোগিতামূলক দিকটাও প্রকাশ পাবে। যে খেলাটা মাটিতে শুরু হয়েছিল, এখন ম্যাটে হয়। বিশ্বের মোট ৫৪টি দেশ খেলে। আমরা ২০৩২ সালে অলিম্পিকে খো খোর অন্তর্ভুক্তি দেখতে চাই। এই বিশ্বকাপ সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ।' 

সংস্থার মূল উদ্দেশ্য, অলিম্পিকে খো খোর অন্তর্ভুক্তি। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে ভারতীয় খো খো ফেডারেশন। উল্লেখ্য, আদিম যুগে শুরু হয়েছিল এই খেলা। কাবাডির পর ভারতে এটাই সবচেয়ে ট্র্যাডিশনাল খেলা। দক্ষিণ এশিয়ার অনেক দেশেই খো খো খেলা হয়। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডেও এই খেলার প্রচলন আছে। স্কুলের ছাত্রছাত্রীরাই মূলত খো খো খেলে। এটাকে প্রতিযোগিতামূলক খেলা হিসেবেই ধরা হয়। ২০২২ সালের আগস্টে ভারতে আল্টিমেট খো খো নামক একটি টুর্নামেন্ট হয়। সেটাই এই খেলার প্রথম পেশাদার লিগ। ফ্র্যাঞ্চাইজি‌ লিগের প্রথম বছর মোট ছটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় গুজরাট জায়ান্টস।