আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ ফাইনালের পাসপোর্ট জোগাড় করে ফেলেছে ভারত। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সূর্যরা অপরাজিত। বুধবার বাংলাদেশকে ৪১ রানে হারায় ভারত। সুপার ফোরে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে ভারতের। সেটি শ্রীলঙ্কার বিরুদ্ধে হলেও তার আর খাতায়-কলমে গুরুত্ব নেই। বৃহস্পতিবার পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি। সেটি কার্যত সেমিফাইনাল। যে দল জিতবে, রবিবার সেই দল ফাইনালে খেলবে ভারতের বিরুদ্ধে। 

বাংলার বাঘেদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কিন্তু অভিষেকের এই দুরন্ত ইনিংসের পরেও তাঁকে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হল না। ভারতীয় ক্রিকেট দলের অ্যানালিস্ট হরি প্রসাদ মোহন ভারতের স্পিনার কুলদীপ যাদবকে ভারতীয় ড্রেসিং রুমে ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মান দেওয়া হয়।

আরও পড়ুন: রোনাল্ডোর বিশেষ উদযাপনের পোস্ট শেয়ার করে নতুন বিতর্কে নকভি, আগুনে ঘি ঢললেন পিসিবি চেয়ারম্যান

কুলদীপের হাতে পদক তুলে দিয়ে হরি মোহন বলেন, ''ইমপ্যাক্ট প্লেয়ার দেওয়া হচ্ছে এমন একজনকে যে বল হাতে দক্ষতার পরিচয় দিয়েছে। আধুনিক সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি স্পিনার স্পিন, ড্রিফ্ট এবং ডিপ করাতে পারে না ধারাবাহিক ভাবে। কুলদীপ যাদব ছাড়া আর কাউকে এই পুরস্কার দেওয়া সম্ভব নয়।'' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Team India (@indiancricketteam)