আজকাল ওয়েবডেস্ক: ডার্বি মানেই চমক। তারওপর এবার যখন কলকাতা লিগের শততম ডার্বি। ২৮ মে ১৯২৫ সালে প্রথম কলকাতা ডার্বি হয়েছিল। কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয় দুই প্রধান। নেপাল চক্রবর্তীর গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এবার কলকাতা ডার্বির একশো বছর পূর্তি। সেই উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছে আইএফএ। তাই বিশেষ কিছু আয়োজনের চেষ্টায় বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই উপলক্ষে ১০০ বছর আগে ঐতিহাসিক প্রথম ডার্বির নায়ক নেপাল চক্রবর্তীর পরিবারকে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির করার চেষ্টা করছে আইএফএ। সচিব অনির্বাণ দত্ত বলেন, 'শততম ডার্বি হচ্ছে। দুটো ক্লাবই চেষ্টা করবে জেতার। কারণ এটা তাঁদের মুকুটে একটা আলাদা পালক হয়ে থাকবে। প্রথম ডার্বি নেপাল চক্রবর্তীর গোলে ইস্টবেঙ্গল জিতেছিল। শততম ডার্বিতে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। কারণ প্রথম ডার্বিতে সব ভারতীয় প্লেয়াররা খেলেছিল। শততম ডার্বিতেও সব ভারতীয় প্লেয়াররাই খেলবে। ডার্বি নিজেই একটা চমক। আমরা চেষ্টা করছি নেপাল চক্রবর্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার। সেদিন তাঁর পরিবারকে মাঠে নিয়ে আসার চেষ্টা করব। তাঁরা মাঠে থাকলে আমাদের কাছে একটা বড় পাওনা হবে। প্রথম ডার্বির গোলদাতার পরিবার একশতম ডার্বিতে উপস্থিত থাকতে পারলে সেটা একটা অনন্য নজির হবে।'
হাতে সময় একেবারেই নেই। দু'দিন পরই ডার্বি। তাই এবার অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না। শুধুমাত্র অনলাইনে হচ্ছে। টিকিটের মূল্য ১০০, ১৫০, ৫০০, ১২০০ রাখা হয়েছে। পেটিএম ইনসাইডারে ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দুই ক্লাবকেই কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়ে দেওয়া হবে আইএফএর পক্ষ থেকে। সদস্যরা নিজেদের আই কার্ডের বিনিময় সেই টিকিট সংগ্রহ করতে পারবে।