আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে দুটি নতুন বলের সুবিধা তুলে দিতে চলেছে আইসিসি। জানা গিয়েছে, বর্তমানে ক্রিকেটে বোলারদের আরও বেশি সুযোগ করে দিতে, বিশেষ করে রিভার্স সুইংকে খেলায় ফিরিয়ে আনতে এই পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম ২৫ ওভার দুটি নতুন বল ব্যবহার করা যাবে। কিন্তু এরপর ইনিংসের শেষে যে কোনও একটি বল ব্যবহার করা যাবে।

 

বল যত পুরনো হবে, তত বেশি রিভার্স সুইং সম্ভব। এর পাশাপাশি টেস্ট ম্যাচে স্লো ওভার রেট নিয়ন্ত্রণে ‘ইন-গেম ক্লক’ চালুর কথা ভাবছে আইসিসি। প্রতি ওভারের মাঝে সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময় নির্ধারণের প্রস্তাব এসেছে। এই নিয়ম ইতিমধ্যেই সাদা বলের ফরম্যাটে চালু আছে এবং ইতিবাচক ফলাফলও দেখা গেছে। টেস্ট ম্যাচে দিনে ৯০ ওভার সম্পন্ন করাই হবে এই নিয়মের মূল লক্ষ্য।

 

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার কথাও ভাবছে আইসিসি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যখন টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে সেক্ষেত্রে পুরুষ দলের বিশ্বকাপের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা যেতে পারে। তবে ২০২৮ সালের সাইকেল শুরু হওয়া না পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে না।